শফিউল মন্ডল : তারাগঞ্জ-রংপুর, প্রতিনিধি :রংপুরের তারাগঞ্জে মাদকসেবনের অপরাধে দু’জন মাদক সেবক কে জেল ও জরিমানা করা হয়েছে।গত শনিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল রানার নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।উক্ত ভ্রাম্যমান আদালতে এ দু’জন কে সাজা প্রদান করেন।সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, উপজেলা কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে রাজু আহাম্মেদ (৪৯) ও একই ইউপির জর্দ্দিপাড়া গ্রামের মৃত লুতফুর রহমানের ছেলে আমিনুর ইসলাম (৩৫)।
তথ্য ও আদালত সূত্র জানা যায় যে,গত শনিবার বিকাল থেকে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা উক্ত উপজেলায় অভিযান পরিচালনা করেন।অভিযান পরিলালনা কালে বিকালে তারাগঞ্জ হাটের যমুনা ব্যাংকের সামনে নির্মাণধীন ভবনে মাদক সেবন করার সময় দুই মাদকসেবীকে হাতে নাতে গ্রেফতার করা হয়। উক্ত ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল রানা সেখানে উপস্থিত হন।
সকল ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালতে বসিয়ে অপরাধের মাত্রা বিবেচনায় একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা ও অপরজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচ শত টাকা জরিমানা হরা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল রানা বলেন, মাদকদ্রব্য সেবন করে এলাকার যুব সমাজকে ধ্বংস করা হচ্ছে।এ মাদকের সঙে যারাই জরিত থাকুক না কেনো তাদের শাস্তির আওতায় আনা হবে।এ এলাকার শান্তি শৃঙ্খলা ফেরাতে এ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/এপি