আজ শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

অবৈ*ধ সমিল উচ্ছেদ, ২০০ ঘনফুট কাঠ জ*ব্দ 

-Advertisement-

আরো খবর

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ঈদগাঁও মৌজাস্থ ফকিরাবাজার এবং বাঁশ কাটা  নামক এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে স্থাপিত১টি টি সমিল উচ্ছেদ এবং আরেকটি সমিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩১ ডিসেম্বর ( মঙ্গলবার) বিকেল ৩ টার দিকে  উপজেলা নির্বাহী অফিসার ঈদগাঁও বিমল চাকমার  নেতৃত্বে ফুলছড়ি রেঞ্জ ও সঙ্গীয় স্টাফদের সহযোগিতায় ঈদগাঁও বাজারাস্থ বাঁশ কাটা  এবং ফকিরাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে  ১টি অবৈধ সমিল উচ্ছেদ  এবং আরেকটি সমিলকে জরিমানা করা হয়। এসময় ২০০ ঘনফুট গোলকাঠ, ১ টি মেশিন এবং যন্ত্রাংশ জব্দ করা হয় ও  ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মো: মমিনুর রহমান বলেন,  নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান চালিয়ে সমিল উচ্ছেদ করা হয়েছে। অবৈধভাবে মজুদ করা ২০০ ঘনফুট কাঠ জব্দের পাশাপাশি মেশিন ও যন্ত্রাংশ ভোমরিয়াঘোনা বিট অফিস হেফাজতে নিয়ে আসা হয়েছে।জড়িতদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -