আজ বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

মানুষের পাশাপাশি শীতে কাঁপছে পশু-প্রাণী

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

মোহাম্মদ মাহবুবুল আলম:

পৃথিবীতে একমাত্র ষড়ঋতুর দেশ বাংলাদেশ। হেমন্তকালের পর খুব দ্রুতই যেন সারা দেশে শীত ছড়িয়ে পড়ে। অন্য পাঁচ ঋতুতে বাংলাদেশের গরীবদের মাত্র একটা কষ্ট থাকে, তা হলো খাবারের কষ্ট।

আর শীতকালে তা বেড়ে দাঁড়ায় দুইয়ে। খাবারের কষ্টের পাশাপাশি তাদের ঠান্ডার খুব কষ্ট হয়। শীতে গরিবদের উষ্ণবস্ত্রের অভাব অভাব হয়ে পড়ে। উচ্চবিত্ত, মধ্যবিত্তরা দুই-তিন বা তারও অধিক উষ্ণ পোশাক ব্যবহার করে। কিন্তু গরিব অসহায় মানুষ তাদের প্রয়োজনী একটা পোশাকের ব্যবস্থাই করতে পারে না। কেউ কেউ তো পুরনো ছেড়া ফাঁটা পোশাক পড়েই শীত নিবারণ করার চেষ্টা করে। তাতেও তাদের শীতের কষ্ট কমে বলে মনে হয় না।

তবে মানুষের শীত না কমলেও তারা আগুন জ্বালিয়ে বা কোনো না কোনোভাবে যেন একটু উষ্ণতার পরশ পেতে পারে। কিন্তু পশু-পাখি পক্ষে সেই ব্যবস্থাটুকুও নেই। এই তীব্র শীতে রাস্তায় থাকা সকল প্রাণীর অনেক কষ্ট করতে হচ্ছে। শীত কুয়াশার প্রভাব পড়েছে প্রাণীর দেহে। রাস্তার কুকুর, বিড়ালসহ সকল প্রাণীরা এই শীতে কাঁপছে।

- Advertisement -

আলোকিত প্রতিদিন/৩জানুয়ারি-২৫/মওম

 

- Advertisement -
- Advertisement -