চকরিয়ায় সাংবাদিক সম্মেলনে মুন্নীর পরিবারের অভিযো*গ

0
85

স্বামীর পরকীয়াতে বাঁধা, বউ নিখোঁজের নাটক করে রাস্তায় মারধর

সাদ্দাম হোসাইন, চকরিয়া সংবাদদাতাঃ আসমাউল হুসনা মুন্নি। বদরখালী ইউনিয়নের সাত ডালিয়া পাড়া এলাকার রফিক উদ্দিনের কন্যা। বিয়ের পিঁড়িতে বসেছে ১মাসও হয়নি পূর্ণ। বিয়ের কয়েকদিন পার না হতে স্ত্রীর কাছে ধরা পড়ে স্বামীর পরকীয়ার ছবি। প্রতিবাদ করায় স্বামীর মারধর ও হেনস্তার  শিকার হতে হয় আসমার।

২ জানুয়ারি (বৃহস্পতিবার) সাংবাদিক সম্মেলনে ৩১ ডিসেম্বর শশুর বাড়ি থেকে নিখোঁজের ঘটনার কথা বলে শাশুর বাড়ির পরিবার। তৎক্ষনাৎ বোনের শাশুর বাড়িতে গিয়ে দেখা না পেয়ে বোনের সন্ধানে আইনের কাছে সহযোগীতা নেন তার বড় ভাই মামুন।

ভুক্তভোগী নববধু আসমাউল হুসনার বড় ভাই মামুনুর রশিদ জানান, গত বছরের ১৪ ডিসেম্বর ইসলামি শরীয়াহ মোতাবেক আমার ছোট বোন আসমা কৈয়ারবিল ইউনিয়নের খোঁজাখালী এলাকার মৃত দেলোয়ারের পুত্র মোঃওসমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আমার বোন বিয়ের দুয়েকদিন অতিবাহিত না হতে কল করে কান্না করে বলে, স্বামী পরকীয়াতে আসক্ত।

তিনি আরো বলেন, ৩১ ডিসেম্বর শাশুড় বাড়ি থেকে কল করে বলে আমার বোন নিখোঁজ। শশুড় বাড়িতে আসমাকে খুঁজে না পেয়ে  ৩১ ডিসেম্বর, চকরিয়া থানায় সাধারণ জিড়ি করেছি।  যার নং : ১৫৪০, তারিখ ৩১/১২/২৪ইং।

১ জানুয়ারি (বুধবার) সকাল সাড়ে ১১টার দিকে ভরামুহুরী এলাকায়, আমার বোনকে তার স্বামীর নেতৃত্বে শ্বশুড় বাড়ির লোকজন ও কথিত সাংবাদিক আদিলসহ ৮/৯ জন ভাঁড়াটিয়া সন্ত্রাসী  মারধর করেছে।  আমার বন্ধু মোঃ রাছিন ও তার বাবা মোহাম্মদ নাছির উদ্দিন আমার বোনকে উদ্ধার করে। অথচ পালিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়েছে ।

আসমার মা তসলিমা অভিযোগ করে বলেন, আমার মেয়েকে প্রতিদিন স্বামীসহ তার পরিবার মারধর করে এবং ছাড়া পেয়ে আমার মেয়ে আমাদের বাড়িতে চলে আসার সময় তারা পথে মারধর করেছে, প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবী করছি আমি।

আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here