নেত্রকোণার সীমান্তে ৩১ বিজিবি’র অভিযান, ৯৬৩ বোতল ফেনসিডিলসহ মিনি ট্রাক জব্দ 

0
100
শহীদুল ইসলাম রুবেল: নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) গোপালপুর সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৯৬৩ বোতল ফেনসিডিলসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে। নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম) রবিবার সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি ) এর দুর্গাপুর উপজেলার নলুয়াপাড়া বিওপি ক্যাম্পের ৬ সদস্যের একটি টহল দল আজ রবিবার সকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহল কালে দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় দ্রুতগামী একটি মিনি ট্রাককে সন্দেহ হলে ট্রাকটিকে থামানোর সিগনাল দেয়। এসময় ট্রাক থেকে চোরাকারবারিরা ট্রাক ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে বিজিবির জোয়ানরা মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ৯৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার ও মিনি ট্রাকটি জব্দ করে।জব্দকৃত ফেনসিডিলসহ ট্রাকটি নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here