সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

0
135
মোঃ নুর হোসেন: শেরপুরের নকলায় উপজেললা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দিনব্যাপি উপজেলা প্রশাসনের আয়োজনে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২৫টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইভেন্ট সমূহের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৭টি ও তাদের সন্তানদের জন্য ১৮টি খেলা নির্ধারিত ছিলো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে ওই মাঠেই বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও দীপ জন মিত্র।
বাংলাদেশ হেল্থ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশন (বিএইচএএ)’র নকলা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক স্বাস্থ্য সহকারী আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজিম উদ্দিনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাংগঠনিক সম্পাদক নূর হোসেনসহ স্থানীয় সংবাদকর্মীগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকগনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের ক্রীড়া ব্যক্তিত্ব, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here