জাহিদ হাসান,ক্রাইম রিপোর্টারঃ
ঢাকার ধামরাইয়ে পরিবহনের জন্য অপেক্ষমাণ এক যাত্রীকে কৌশলে প্রাইভেটকারে তুলে অপহরণের পর মারধর করে মোবাইল-টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে মুক্তিপণ দাবি করা হয়েছে। এ অবস্থায় কৌশলে গাড়ির দরজা খুলে ওই যাত্রী ডাক-চিৎকার করলে একটি সাদা প্রাইভেটকারসহ ৪ অপহরণকারীকে আটক করে পুলিশের দেন এলাকাবাসী। এই ঘটনায় ভুক্তভোগী সুশান্ত কুমার শীল বাদী হয়ে ৪ জনকে অভিযুক্ত করে ধামরাই থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন।
বুধাবার ১৫ জানুয়ারি দিনগত রাতে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের চৌঠাইল এলাকায় একটি সাদা প্রাইভেটকার ঢাকা মেট্রো- গ-১৪-৭৪০৫ সহ এলাকাবাসী তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার এসআই মোঃ নায়েবুল ইসলাম ।
আটককৃত অপহরণকারীরা হলেন, মামুন ওরফে রমু, নুর ইসলাম, শাকিল আহম্মেদ পাপ্পু, জয়নাল আবেদীন। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি সকালে তাদের আদালতে পাঠানো হলে বিচারক আদালত জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠান।
ভুক্তভোগী জানান, গতকাল বিকালে মানিকগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে আমিন বাজার বাসস্ট্যান্ডে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন সুশান্ত কুমার শীল। এমন সময় সাদা প্রাইভেটকার এসে তাকে ১৫০ টাকা ভাড়ায় মানিকগঞ্জ নামিয়ে দেওয়ার কথা বলে গাড়ি উঠিয়ে নিয়ে যায়। কিছু দূর অতিক্রমের পর অপহরণকারীরা তার মুখ হাত বেঁধে সঙ্গে থাকা তিন হাজার টাকা ও মোবাইল নিয়ে তাকে মারধর করে। এরপর ১ লাখ টাকা দাবি করে তার পরিবারের কাছে ফোন দিতে বলে। টাকা না দিলে প্রাণে মেরে ফেলার ভয়ও দেখায়। পরে গাড়িটি ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের চৌঠাইল এলাকায় পৌঁছালে আমি ডাক-চিৎকার করি। এলাকার লোকজন এসে আমাকে উদ্ধার করে অপহরণকারীদের আটক করে।
এই বিষয়ে ধামরাই থানার পুলিশ ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, গতকাল রাতে চৌঠাইল এলাকায় চার অপহরণকারীকে আটক করে থানায় ফোন দেয়। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে একটি প্রাইভেটকার ও অপহরণকারীদের আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদের সঙ্গে থাকা মোবাইল, নগদ ৩ হাজার ২০ টাকা ও কয়েকটি দেশীয় অস্ত্র (চাকু) উদ্ধার করা হয়। সকালে আদালতে প্রেরণ করলে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান।
আলোকিত প্রতিদিন/১৬ জানুয়ারি-২৫/মওম