আজ শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে পুলিশের অভিযানে ৬ ছিনতাইকারী আটক

-Advertisement-

আরো খবর

আবু সায়েমঃ
শহরে পর্যটকদের জিম্মি করে মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
১৭ জানুয়ারি শুক্রবারসকাল ১০:৩০ টায়  পৌরসভার ১ নং ওয়ার্ডের আওতাধীন সমিতি পাড়া যাওয়ার রাস্তার মুখে বিএম স্কুলের অন্তর্গত তিন রাস্তার মোড়ে  পুলিশের কুইক রেসপন্স টিম  অভিযান চালিয়ে তাদের গ্রেফতার  করেন। এসময় তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল,  চাকু, লোহার চেইন, ছুরিসহ ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো, চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার মো: রফিকের পুত্র ফাহিম রাজ( ২২),পৌরসভার ৪ নং ওয়ার্ডের টেকপাড়া এলাকার মৃত আব্দুল কাইয়ুমের পুত্র শাখাওয়াত বিন কাইয়ুম প্রকাশ আকাশ( ২৭), লোহাগড়া থানার সৈয়দ হোছেনের পুত্র শহিদুল ইসলাম (২২), বিজিবি ক্যাম্প এলাকার নুরুল ইসলামের পুত্র আশরাফুল আলম(১৯), সমিত পাড়া ১ নং ওয়ার্ডের মৃত আব্দুল কাদেরের পুত্র সৈয়দ নুর(২০) এবং ১নং ওয়ার্ড সমিতি পাড়ার মৃত মো: সুরত আলমের পুত্র মো: জিসান (১৯)।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: ইলিয়াস খান বলেন,  নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশের  কুইক রেসপন্স টিম অভিযান চালিয়ে ৬ ছিনতাইকারীকে আটক করেন। সদর থানার আওতাধীন সমিতি পাড়া  এবং বিএম স্কুলে যাওয়ার রাস্তায় ছিনতাইকারীরা পূর্ব পরিকল্পিতভাবে টমটম ও মোটরসাইকেল যোগে এসে ভিকটিম হ্নদয়,তারেক এবং সাজ্জাদকে ধারালো অস্ত্রের মুখে  জিম্মি রেখে মোবাইল ও নগদ টাকা ছিনতাই করে। বিষয়টি পুলিশকে অবগত করলে সদর মডেল থানার নেতৃত্বে কুইক রেসপন্স টিম অভিযান চালিয়ে ছিনতাইকারীদের আটক করতে সক্ষম হয়।
পর্যটন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রাত্যহিক অভিযান অব্যাহত থাকবে ।
কক্সবাজার জেলার পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, জেলার সকল ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধার সহ ছিনতাইকারীদের গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এরই প্রেক্ষিতে পুলিশের কুইক রেসপন্স টিমের অভিযানে চিহ্নিত  ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া মোবাইল ও নগদ টাকাও উদ্ধার করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ছিনতাইকারীদের পিসি/পিআর বিশ্লেষণ করে দেখা যায়, প্রত্যেকে বিভিন্ন মামলার আসামি।
আলোকিত প্রতিদিন/১৮ জানুয়ারি-২৫/মওম
- Advertisement -
- Advertisement -