আজ শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

আমার মাধ্যমে অনুরাগীদের স্বপ্নপূরণ হচ্ছে: শন ব্যানার্জি

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

বিনোদন ডেস্ক:

ওপার বাংলার ছোট পর্দার অভিনেতা শন ব্যানার্জি। নাটকে অভিনয়ের পাশাপাশি সিনেমাতে এবার প্রথম নায়ক হিসেবে দেখা যাবে ‘যদি এমন হতো’ ছবিতে। এর আগে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে একটি ছবিতে অভিনয় করেছেন শন।

তবে সেই ছবিটি এখনও মুক্তি পায়নি। তাই ‘যদি এমন হতো’ নিয়ে অনেকটাই আশাবাদী অভিনেতা। বছর দুয়েক আগে লন্ডনে এই ছবির শুটিং করেছিলেন শন।ছবিতে তার সঙ্গে রয়েছেন দিতিপ্রিয়া রায় এবং ঋষভ বসু। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি সব সময়ই মনের মধ্যে আলাদা জায়গা করে নেয়। আমার খুব ভাল লাগছে।’

তার কথায়, ‘আমি বিশ্বাস করি, সব কিছুর জন্য একটা সঠিক সময় থাকে। এমন অনেক ছবি রয়েছে, যেগুলো শুটিংয়ের অনেক বছর পরেও দর্শকের মন জয় করেছে। আমার মনে হয়, এই প্রজন্মের দর্শক এই ছবিতে আমাকে পছন্দ করবেন।’

- Advertisement -

শেষে তিনি বলেন, ‘অনুরাগীরা সব সময় জানতে চাইতেন যে আমাকে কবে নায়ক হিসেবে বড় পর্দায় দেখা যাবে। এবার যখন সেই সুযোগ উপস্থিত, মনে হয় তারা সেটা হাতছাড়া করবেন না। আমার তো মনে হয়, আমার মাধ্যমে তাদেরও স্বপ্নপূরণ হচ্ছে।’

আলোকিত প্রতিদিন/২৫ জানুয়ারি-২৫/মওম

- Advertisement -
- Advertisement -