মানিকগঞ্জের সিংগাইরে বিদ্যুৎস্পর্শে কিশোরের মৃত্যু

0
104
মানিকগঞ্জের সিংগাইরে বিদ্যুৎস্পর্শে কিশোরের মৃত্যু
মানিকগঞ্জের সিংগাইরে বিদ্যুৎস্পর্শে কিশোরের মৃত্যু
মো: মহিদ:
মানিকগঞ্জের সিংগাইরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে তন্ময় (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার সিংগাইর পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত তন্ময় ঢাকা জেলার ধামরাই থানার কাকনাইল (মাকুল্লা) গ্রামের কানাই সরকারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তন্ময় প্রায় ১৫ দিন পূর্বে সিংগাইর পৌরসভার ৬নং ওয়ার্ড আঙ্গারিয়া মহল্লার নানা গৌরাঙ্গ সরকার এর বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার রাতে তন্ময় সরকার তার নানা বাড়ির দক্ষিণ ভিটির চৌচালা টিনের ঘরে মোবাইল ফোন চার্জে দেয়ার সময় সুইচ বোর্ডের তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে বাড়ির লোকজন ও আত্মীয়-স্বজনরা উদ্ধার করে তাৎক্ষণিক সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে জানান,কারও কোন অভিযোগ না থাকায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ভিকটিম তন্ময় সরকার এর মৃতদেহ তার বাবা কানাই সরকারের জিম্মায় দেয়া হয়েছে।
আলোকিত প্রতিদিন/২৫ জানুয়ারি-২৫/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here