সাতক্ষীরা শ্যামনগরে ভারতীয় ওষুধসহ চোরাকারবারী আট*ক

0
115
এস কে সিরাজ: শ্যামনগর সাতক্ষীরা থেকে।। ভোর নাহতেই শনিবার সকালে পাচার কালে ভারতীয় কয়েক লক্ষ টাকার বিভিন্ন  প্রকারের ঔষধ সহ পাচারকারী আটক হলো  শ্যামনগর সদরের  ইসমাইলপুর এলাকায় স্থানীয় জনগণের কাছে। পরে তারা পুলিশ কে খবর দিলে ঔষধ সহ পাচারকারীকে থানায় নিয়ে যাওয়া হয়।
ভারতীয় ঔষধ সহ আটক ব্যক্তির নাম হলো, জয়দেব দেবনাথ।সে পুরাতন সাতক্ষীরার হারান দেবনাথের ছেলে।
স্থানীয় আব্দুর রাজ্জাক বলেন,সোনার মোড় এলাকা থেকে একটি ব্যাটারী চালিত ভ্যান যোগে একজন ব্যক্তি বড় একটি ব্যাগ সহ শ্যামনগর সদরের দিকে যাচ্ছিল,এ সময় আমাদের সন্দেহ হলে ভ্যান দাড় করিয়ে ব্যাগে কি আছে শুনতেই ওই পাচারকারী পালানোর চেষ্টা করে। পরে ভারতীয় ঔষধ সহ তাকে আটক রেখে আমরা  শ্যামনগর থানা পুলিশ খবর দেই আমরা।
এ সময় প্রতক্ষদর্শী মোঃ মফিজুর রহমান মফু বলেন,শ্যামনগর থানা পুলিশ এসে উপস্থিত সকলের সামনে আটক ব্যাগ খুলে ঔষাধের একটি তালিকা করে নিয়ে যায়, তবে ১০/১২ রকমের বিভিন্ন প্রকারের ভারতীয়  ঔষধ পাওয়া যায় পাচারকারী নিকট থেকে,যার আনু মানিক মুল্য কয়েক লাখ টাকা হতে পারে।
এ সময় পাচারকারী জয়দেব বলেন,মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে শ্যামনগরের সোনারমোড় এলাকার রাস্তার উপর থেকে হাসান নামের এক ব্যক্তির নিকট থেকে ঔষাধ গুলো সাতক্ষীরায় নিয়ে যাচ্ছিলাম।
তবে ঘটনাস্থলে উপস্থিত  স্থানীয়রা বলেন,দীর্ঘ দিন উপজেলার কৈখালী সীমান্ত ও সুন্দরবনের ভিতর দিয়ে ভারতী মাদক সহ এধরনের মুল্যবান ঔষাধ পাচার হয়ে দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। তারা বলেন,এ সকল চোরাকারবারির সাথে স্থানীয় অনেকের সখ্যতা রয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্যা ঘটনার সততা স্বিকার করে বলেন,সিজার তালিকা তৈরী করে তার পর আটককৃত ঔষাধের বাজার মুল্য বলা যাবে।এ ঘটনায়  থানায় মামলা দায়ের হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here