এম জসিম উদ্দিন, চট্টগ্রাম : দেশের অন্যতম প্রাচীন ও চট্টগ্রামের প্রথম প্রকাশনা প্রতিষ্ঠান বই ঘরের স্বত্বাধিকারী সৈয়দ মোহাম্মদ শফি সন্মাননা-২০২৫ উপলক্ষে গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের বহুল পরিচিত প্রকাশনা সংস্থা ‘স্বাধীন’ এর আয়োজনে গতকাল ২৪-১-২০২৫ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই গুণিজন সংবর্ধনা ও সন্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি ও স্বাধীন প্রকাশনা সংস্থার প্রকাশক মোহাম্মদ সাহাবউদ্দিন হাসান বাবু। সংবর্ধিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধের গবেষণা ট্রাষ্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ও প্রকাশনা সংস্থা’ ইতিহাসের খসড়া’র প্রকাশক সাংবাদিক মুহাম্মদ শামসুল হক, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ও শৈলী প্রকাশনা সংস্থার উপদেষ্টা সম্পাদক সাংবাদিক রাশেদ রউফ, মুক্তিযুদ্ধ বিষয়ক এশিয়াটিক সোসাইটির গবেষক ও বলাকা প্রকাশনা সংস্থার প্রকাশক সাংবাদিক জামাল উদ্দিন এবং আবির প্রকাশনা সংস্থার স্বত্বাধিকারী মুহাম্মদ নুরুল আবছার।
চট্টগ্রামে প্রকাশনা জগতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ এই সন্মাননা অনুষ্ঠানের আয়োজন করেন, চট্টগ্রামের স্বাধীন প্রকাশনা সংস্থা পরিবার। পবিত্র কোরআন তেলাওয়াতের পর সোমা মুৎসুদ্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক ও ‘তৃতীয় চোখ’ প্রকাশনা সংস্থার প্রকাশক আলী প্রয়াস।
বক্তব্য রাখেন, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সিনিয়র সহসভাপতি রেহেনা চৌধুরী, সৃজনশীল প্রকাশক পরিষদের সহসভাপতি ও শব্দশিল্প প্রকাশনা সংস্থার প্রকাশক মিজানুর রহমান শামীম, প্রকাশক ও শিক্ষাবিদ রুহু রুহেল, সৈয়দ মোহাম্মদ শফি সন্মাননা কমিটির আহ্বায়ক মো: মোশারফ হোসেন, প্রকাশক শামসুদ্দিন শিশির, কবি ও সাংবাদিক শাহরুক নিজাম, সাংস্কৃতিক কর্মী মোরশেদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রবীণ সাংবাদিক প্রদীপ খাস্তগীর, লেখক এমরান চৌধুরী, সাংবাদিক ও প্রকাশক এম জসিম উদ্দিন, প্রকাশক গাজী জাহেদ, প্রকাশক তৈয়ব আলী, ইসমাইল হোসেন নিশান প্রমুখ। আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর সংবর্ধিত অতিথিদের হাতে সন্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
আলোকিত প্রতিদিন/এপি