নির্বাচন নিয়ে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে: আবুল হাশেম

0
129

মোঃ আবদুল ওয়াদুদ, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন- নির্বাচন নিয়ে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে। বিগত ১৭ বছর মানুষ এক দলীয় শাসনের কাছেই জিম্মী ছিল। মানুষের বাক স্বাধীনতা ছিলোনা। ড. ইউনূস সরকারকে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছেন। তিনি বাংলাদেশের জন্য বিশাল সম্মানও বয়ে এনেছেন। আমি বিনীত অনুরোধ করবো- আপনি দ্রুত অবাধ সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণা করুন। এতে জনগণ স্বস্তি পাবেন।

বুধবার বিকেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহরের ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, প্রয়োজনীয় যে সংস্কার, আমাদের জাতীয় সংসদ, সংবিধান, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন সব কিছুতেই সংস্কার দরকার। তবে সংস্কারের নামে নির্বাচন বিলম্ভ করে তর্ক-বিতর্ক করলে হবে না।

বিগত ১৭ বছর দেশের মানুষ ভোট দিতে পারেননি। এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনুন। উক্ত অনুষ্ঠানে ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আকতার খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোতোয়ালী থানা বিএনপি’র সাবেক সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন ও মহানগর বিএনপি নেতা হামিদ হোসাইন প্রমুখ।

আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here