বেগমগঞ্জ উপজেলার বিসিক শিল্প নগরীতে নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী কারখানা তানিশা প্যাকেজিংয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৬৮ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়। নিষিদ্ধ পলিথিন উৎপাদন করার অপরাধে নগদ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
৩ ফেব্রুয়ারি সোমবার নোয়াখালী পরিবেশ অধিদপ্তর ও বেগমগঞ্জ উপজেলা প্রশাসন যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করে। অভিযানে মোবাইল কোট পরিচালনা করেন সহকারী কমিশনার( ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সর্দার,সহকারী পরিচালক নূর হাসান সজীব, পরিদর্শক মিলন হোসেন ও বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ( সংশোধিত ২০১০) এর আলোকে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপপরিচালক মিহির লাল সরদার অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন,সরকারের নির্দেশনা অনুযায়ী নিষিদ্ধ অবৈধ পলিথিন ও কারখানার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য সম্প্রতি পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ রক্ষায় অবৈধ পলিথিন কারখানা ও ইটভাটার বিরুদ্ধে সাড়াশি অভিযান পরিচালনা করার নির্দেশ প্রদান করেন। উপদেষ্টার নির্দেশনার পর থেকেই পরিবেশ অধিদপ্তর গা ঝাড়া দিয়ে ওঠে।