মুরাদনগরে অবৈধ ইটভাটা ভেঙে দিল এসিল্যান্ড

0
79
মুরাদনগরে অবৈধ ইটভাটা ভেঙে দিল এসিল্যান্ড
মুরাদনগরে অবৈধ ইটভাটা ভেঙে দিল এসিল্যান্ড

নাজমুল হাসান:

কুমিল্লার মুরাদনগর উপজেলা ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার এ,বি সি নামের একটি ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন মুরাদনগর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান।

উপজেলার ১৪ নং পূর্ব ইউনিয়ন বাখর নগর এলাকায় ইট প্রস্তুত, ও পরিবেশ আইন অমান্য করে অবৈধ উপায়ে  ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত করার অনুমোদনহীন এ,বি সি নামের একটি ইটভাটা ভেঙে দেওয়া হয়। এ সময় এক লাখ টাকা জরিমানা ও ভাটার চিমনি ভেঙে দেওয়া হয়।

জানা যায়, ইট প্রস্তুত এবং ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) সংশোধন আইন ২০১৯ এর আলোকে পরিবেশগত ছাড়পত্র ছাড়া ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত করার অপরাধে বাখরনগর এম.বি সি ইট ভাটায় অভিযান পরিচালনা করেন মুরাদনগর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান। ইট ভাটার ৭০ ফুট লম্বা চিমনি ভেঙে দেওয়া হয়। এসময় মালিকপক্ষকে নগদ ১ লক্ষ  টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) সাকিব হাসান খান। আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে উপস্থিত ছিলেন সেনা সদস্যের একটি টিম ও মুরাদনগর থানা পুলিশ। এতে সার্বিক সহযোগিতা করেন ফায়ার সার্ভিস ও কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি।

এবিষয়ে মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান বলেন, অবৈধ ব্রিকস,কৃষি জমির মাটি এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

স্থানীয়রা জানান, অবৈধভাবে স্থাপিত এই ইটভাটার কারণে আমাদের এলাকার পরিবেশ হুমকির মুখে পড়েছে। ধুলাবালি ও ইটভাটার ধোঁয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। যে কারণে অত্র এলাকার মানুষ নানা অসুবিধার সম্মুখীন হচ্ছে এবং শারীরিকভাবে জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে।

আলোকিত প্রতিদিন/০৬ফেব্রুয়ারি-২৫/মওম  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here