শ্যামনগরে ট্রাকের সাথে সংঘর্ষে মটর সাইকেল চালকের মৃত্যু, ড্রাইভার আটক 

0
79
শ্যামনগরে ট্রাকের সাথে সংঘর্ষে মটর সাইকেল চালকের মৃত্যু, ড্রাইভার আটক 
শ্যামনগরে ট্রাকের সাথে সংঘর্ষে মটর সাইকেল চালকের মৃত্যু, ড্রাইভার আটক 
এস কে সিরাজ:
সাতক্ষীরার শ্যামনগরে ট্রাকের সাথে সংঘর্ষে হুমায়ুন কবির ওরফে হযরত আলী (৫৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
৭ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শ্যামনগর-কাশিমাড়ী সড়কের নকিপুরে মাষ্টার নজরুল ইসলাম বাড়ী সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শ্যামনগর উপজেলা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত বলেন, হযরত আলী বাজার নিয়ে বাড়িতে ফিরছিলেন। এসময় বিপরীত দিক হতে দ্রুতগামী একটি ট্রাক নকিপুর বাজারের দিকে আসছিল।  মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলামের বাড়ির সামনের সড়কের বাঁকানো অংশে পৌঁছে দু’টি গাড়ীর মুখোমুখি সংঘর্ষ ঘটলে হযরত আলী রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর হাসপাতালের  জরুরী বিভাগের কর্মরত ডা. শাকির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই ঘটনাস্থল বা পথেই হয়রত আলীর মৃত্যু হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ  মোঃ হুমায়ুন কবীর মোল্যা জানান, ঘাতক ট্রাক ও চালক আটক করা হয়েছে। তবে, পরিবারের কোন আপত্তি না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/০৭ফেব্রুয়ারি-২৫/মওম  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here