মো: মহিদ:
মানিকগঞ্জে নিজাম উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার মুক্তিযুদ্ধা স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নিজামুদ্দিন স্মৃতি ফাউন্ডেশন এর চেয়ারম্যান মো. গোলাম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জাসাসের সদস্য সচিব মো. শামীম বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের (এনপিআই) পরিচালক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন। এ সময়, মুক্তিযোদ্ধা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলফাজ উদ্দিন, ঘিওর উপজেলার হেলাতিয়া মাজেদা চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মাসুদুল ইসলাম, পূর্বাসা মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এডভোকেট আতাউর রহমান নান্নু, জিন্নাতুল ইসলাম জিন্নাসহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান আলোচক এনপিআই- এর পরিচালক ফারুক হোসেন বলেন, ‘শিক্ষা এবং দক্ষতার বিকল্প নেই। সুশিক্ষার পাশাপাশি আমাদের জাতি হিসেবে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। একটা দক্ষ জাতিই সমৃদ্ধিশীল দেশ গড়ে তুলতে পারবে। সুশিক্ষার পাশাপাশি আমাদের মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। বর্তমান সময়ে আর্থিক অসচ্ছলতা শিক্ষার জন্য কোন বাঁধা নয়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত নয়টি বিদ্যালয়ের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
আলোকিত প্রতিদিন/০৮ফেব্রুয়ারি-২৫/মওম