৪ দফা দাবিতে ডিমলায় অটোচালক শ্রমিকদের মিছিল ও সমাবেশ

0
131
মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী : শ্রমিক শোষন বন্ধ করো, শ্রমিক নির্যাতন বন্ধ করো প্রতিপাদ্যকে সামনে রেখে, নীলফামারীর ডিমলা উপজেলায় ৪ দফা দাবিতে অটোচালক (ইজিবাইক) শ্রমিকদের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
 শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ডিমলা স্মৃতি অম্লান (শুটিবাড়ি মোড়) চত্ত্বর প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অটোচালকগণ ডিমলা উপজেলা পরিষদ মাঠে জমায়েত হয়। উপজেলা পরিষদ চত্ত্বর হতে সকল চালকদের একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে প্রদর্শন করে স্মৃতিঅম্লান চত্বরে এসে অবস্থান নেয়।
অটোচালাক শ্রমিকের দাবি বাস্তবায়নে  নীলফামারী ডিমলা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতারা  উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেন,এ সময় উপস্থিত ছিলেন সম্মনয়ক সাকিল প্রধান, রাশেদুজ্জামান রাশেদ,জাফর হোসেন সাদেক এবং আলম হোসেন প্রমুখ।  বক্তারা ডিমলা উপজেলা অটো শ্রমিকদের চার দফা দাবি  উপস্থাপন
করেন (১) অবৈধভাবে ও বিনাপারিশ্রমিকে অটোশ্রমিকদের রিকোজিশন ডিউটির নামে থানা পুলিশের প্রহসন বন্ধ করতে হবে (২) যানজট নিরসনে ফুটপাতে অবৈধ ও অস্থায়ী দোকানসমূহ উচ্ছেদ করতে হবে (৩) নামে বেনামে সমবায় সমিতির কূপনে চাঁদা আদায় বন্ধ ও আদায়কৃত অর্থ ফিরত দিতে হবে (৪) অটো নিবন্ধন, লাইসেন্স, রুট পারমিট প্রদান করতে হবে ও ডিমলা উপজেলার বড় বড় বাজারে গুলোতে ট্রাফিক পুলিশ নিয়োগ দিতে হবে মর্মে দাবিসমূহ তুলে ধরেন।
এসময় ডিমলা উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিবৃন্দ, উপজেলার সকল ইউনিয়নের অটোচালকগণ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here