বাংলাদেশের মাটিতে ফ্যাসিস্ট আওয়ামীলীগ ফিরে আসবে না; রফিকুল ইসলাম খাঁন

0
77
বাংলাদেশের মাটিতে ফ্যাসিস্ট আওয়ামীলীগ ফিরে আসবে না; রফিকুল ইসলাম খাঁন
বাংলাদেশের মাটিতে ফ্যাসিস্ট আওয়ামীলীগ ফিরে আসবে না; রফিকুল ইসলাম খাঁন

নাজমুল হাসান:

জামায়াতের মুরাদনগর উপজেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেন বাংলাদেশের মাটিতে  ফ্যাসিস্ট আওয়ামীলীগ ফিরে আসবে না। যারা আল্লাহকে ভয় করে তাদের হাতে এ দেশের মানুষ নিরাপদ। এ দেশের সম্পদ নিরাপদ। ফ্যাসিস্টরা যেন পুনরায় ফিরে না আসে এবং আমরা যেন তাদের আশ্রয়-প্রশ্রয় না দিই। আজ শনিবার সকালে মুরাদনগর ডি আর  সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের শাসনামলের কড়া সমালোচনা করে জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল।

শনিবার সকাল ৯ টায় কুমিল্লার মুরাদনগর ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল আরো বলেন, “ যারা দেশ থেকে ইসলামকে মুছে দিতে চেয়েছে তারই এ দেশ থেকে পালিয়ে গিয়েছে।
জুলাই- বিপ্লবের কথা উল্লেখ করে তিনি বলেন, জুলই-আগস্ট বিপ্লবের আন্দোলনে ছাত্র জনতাকে পাখির মত গুলি করে হত্যা করা হয়েছে। ৪ আগস্ট  ঢাকার অলি গলিতে শতো শতো  লাশ পড়েছিলো। এখনো অনেক পরিবার তাদের লাশ খুঁজে পায়নি। এখনো শহীদের রক্ত শুকায়নি। বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে ছাত্রদের ধরে নিয়ে নির্মম নির্যাতন করে হত্যা করেছে। খুনি হাসিনা এবং তার দোসরদের আর কখনো বাংলার মাটিতে ঢুকতে দেওয়া হবে না ।
উপজেলা জামায়াতের আমির আ ন ম ইলইয়াসের সভাপতিত্বে ও জামায়াত সেক্রেটারী মাওলানা আমির হোসেন এবং মজলিশে শুরা সদস্য  জালাল উদ্দিনের  সঞ্চালনায় সম্মেলনে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন- চাকুস সাবেক ভিপি ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।
তিনি বলেন, “ ফ্যাসিস্ট সরকার দেশের সম্পদ লুট করেছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ থেকে ভারতে  পালিয়ে  প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নিয়েছে। ভারত একটা চোরকে আশ্রয় দিয়েছে। তারা কখনো আমাদের বন্ধু হতে পারেনা। খুনি হাসিনা ভারতে বসে বসে দেশকে ওস্কানি দিচ্ছে। সে জালিম সরকার। জালিম  একা পালাইনি তার সংসদের ৩শ এমপিরাও পালিয়ে পৃথিবীতে নতুন ইতিহাসের জন্ম দিয়েছে।  তাঁদের আর কখনো এ বাংলার মাটিতে বরদাস করা হবে না। আমরা শপথ নিচ্ছি এ দেশে  ইসলাম প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জামায়তের কোন কর্মী ঘরে ফিরে যাবনা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এবং কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আবদুল মতিন, কুমিল্লা জেলা উত্তরের সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ,সহকারী সেক্রেটারী কুমিল্লা জেলা উত্তর অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া, মজলিসে শুরা সদস্য ঢাকা মহানগরী দক্ষিন ডা. মুহাম্মদ তফাজ্জল হোসেন , মুরাদনগর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা উত্তর সভাপতি সানাউল্লাহ রাসেল, উপজেলার সাবেক আমির মো.মনসুর মিয়া, বাঙ্গরা বাজার থানা আমির আব্দুর রহিম,মাওলানা আবুবকর ও মাহবুব আলম মুন্সী প্রমুখ।

আলোকিত প্রতিদিন/০৮ফেব্রুয়ারি-২৫/মওম  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here