এবার গোলাপগঞ্জের সাইনবোর্ডে ভেসে উঠল ‘চাচা হাসু আপা কোথায়?’

0
117

আলোকিত ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জের একটি শপিং কমপ্লেক্সের ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠল ‘চাচা হাসু আপা কোথায়। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভেসে ওঠা এ লেখার একটি ভিডিও ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে সিলেট জুড়ে।

ওই ভিডিওতে দেখা গেছে, গোলাপগঞ্জের চৌমুহনী এলাকার কুশিয়ারা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় রয়েছে নিরাময় ডেন্টাল কেয়ার। সেখানে স্থাপন করা একটি ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠেছে, ‘চাচা হাসু আপা কোথায়?

গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, মার্কেটের সাইনবোর্ডে এমন লেখা ভেসে ওঠার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তখন মার্কেটটি বন্ধ পাওয়া গেছে।

আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here