নিজস্ব প্রতিবেদকঃ গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধী মিছিলে যোগ দেয়া কক্সবাজার পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সন্ত্রাসী আবুল মনছুর লুদুইয়াকে গ্রেপ্তার করেছে কক্সবাজার ডিবি পুলিশ। বুধবার ১২ ফেব্রুয়ারি রাতে কক্সবাজার শহরের হাশেমিয়া মাদ্রাসা এলাকা থেকে আওয়ামীলীগের এই ক্যাডারকে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধী মিছিলে সরাসরি অংশ নেন তিনি। ওই মিছিলে ছাত্রদের বিরুদ্ধে রোহিঙ্গা সন্ত্রাসী ও অস্ত্রের যোগান দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আবুল মনছুর লুদু বাংলাদেশ আওয়ামীলীগের কক্সবাজারের একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ক্যাডার। অনেকেই আওয়ামীলীগের ভাড়াটিয়া ত্রাস হিসেবে চিনেন তাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর খাতায় কক্সবাজারের একজন শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত লুদু। জমি দখল, চাঁদাবাজি, ধর্ষণ, ডাকাতি ও হত্যাসহ প্রায় ২০টির অধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। গত ১৭ বছর কক্সবাজারের পাহাড়ি এলাকা রুমালিয়ারছড়া ও জেল গেইট এলাকায় ত্রাস চালিয়েছে আওয়ামীলীগের এই সন্ত্রাসী।
জানা যায়- ১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর ছাত্রলীগের ব্যানারে নাম লেখান কক্সবাজার উত্তর রুমালিয়ারছড়াস্থ হাশেমিয়া মাদ্রাসা গেইট এলাকার আব্দুস ছবুর সওদাগরের ছেলে সন্ত্রাসী আবুল মনছুর লুদু। এরপর সন্ত্রাসী ইকবাল হোসেন ছোটন, মুবিনুল হক মুবিন, ফারুক, জিয়াবুল ও জসিমসহ প্রায় ১৫/২০ জনের একটি সন্ত্রাসী ক্যাডার বাহিনী গড়ে তুলে। শুরু হয় তাদের ত্রাসের রাজত্ব।
২০০১ সালের মে মাসে সিটি কলেজের সামনে প্রকাশ্যে কলেজ ছাত্র আলমগীর ও তার চাচা বিডিআর সদস্য আমীরুল আলমকে গুলি করে নতুন করে আলোচনায় আসেন ছাত্রলীগ নেতা লুদু। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমীরুল আলম। এই হত্যাকান্ডে তৎকালিন বেশ উত্তাল সৃষ্টি হয় কক্সবাজারে।
এর আগে ২০০১ সালের মার্চ মাসে চাঁদাদাবী ও লুটপাটের ঘটনায় সন্ত্রাসী লুদুইয়া ও তার সহযোগিদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছিল উত্তর রুমালিয়ারছড়া এলাকার রোবহান উদ্দিন আহমেদ। এরপর ২০০২ সালে পাবলিক হল ময়দানে এক অনুষ্ঠানরত জনসভায় প্রকাশ্যে হামলা চালিয়ে জনসভা পন্ড করে। তখন এক মহিলাকে হত্যা করা হয়। ওই ঘটনার নেতৃত্ব দিয়েছিল তৎকালিন ছাত্রলীগের ক্যাডার এই লুদুইয়া।
৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধী মিছিলে যোগদেন কক্সবাজার পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সন্ত্রাসী লুদুইয়া। প্রকাশ্যে মিছিলে থাকলেও দীর্ঘদিন ধরাছোয়ার বাইরে ছিলেন তিনি। অবশেষে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতারের সংবাদ শুনে নির্যাতিত পরিবার এবং এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -