মিজানুর রহমান খান কুদরত, বিশেষ প্রতিনিধি: ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে শুরু হলো বিশ্ব ওলি হজরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের মহাপবিত্র বিশ্ব উরস শরীফ। প্রতি বছরের মতো এবারও লাখো আশেকান-জাকেরানের মিলনমেলায় পরিণত হয়েছে আটরশি।
চার দিনব্যাপী এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিশ্ব জাকের মঞ্জিল এখন এক নান্দনিক পরিবেশে সজ্জিত। দেশ-বিদেশ থেকে আগত ভক্তদের পদচারণায় মুখরিত হয়েছে পুরো এলাকা। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর খাজাবাবার পবিত্র রওজা শরিফ জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
বিশ্ব উরস শরীফ উপলক্ষে জাকের মঞ্জিলের প্রধান প্রবেশপথ থেকে শুরু করে প্রতিটি স্থাপনা বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে পবিত্র কোরআন ও হাদিসের উদ্ধৃতি সম্বলিত প্ল্যাকার্ড এবং সুদৃশ্য তোরণ। বাতাসে উড়ছে ‘আল্লাহু আকবার’ খচিত অসংখ্য পতাকা, যা উৎসবের মহিমাকে আরও গৌরবান্বিত করছে।
পবিত্র এই মাহফিলে অংশ নিতে ইতোমধ্যেই লক্ষাধিক ভক্তবৃন্দ সমবেত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হওয়া উরস শরীফ চলবে আগামী মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত। আখেরি মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হবে এই ধর্মীয় আয়োজন।
বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) ১৩৫৪ বাংলায় ফরিদপুরের সদরপুরের আটরশি গ্রামে আগমন করেন। তাঁর দাওয়াতি মেহনত ও রাসুলে পাক (সা.)-এর তরিকা প্রচারের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন।
প্রতি বছর এই উরস শরীফে উপস্থিত হন আল্লাহপ্রেমিক অসংখ্য মুমিন মুসলমান। তাঁরা বিশ্ব ওলি খাজাবাবা ফরিদপুরীর পবিত্র সান্নিধ্যে এসে রাসুলে পাক (সা.)-এর মহব্বত অন্তরে ধারণ করে মহান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন।
আলোকিত প্রতিদিন/এপি