দীর্ঘ ৮ বছর পর নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

0
130
জাহিদুল হক রনি, নড়াইল দীর্ঘ ৮ বছর পর নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। রবিবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১০টায় নড়াইল সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে,জেলা বিএনপির বর্তমান সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
এসময় তিনি বলেন,’রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা নিয়ে জনগণের দোরগোড়ায় যেতে হবে। মানুষের কথা বলার অধিকার,ভোটের অধিকার,মুক্ত রাজনীতি করার অধিকার ফিরিয়ে আনতে হবে। দেশে ক্রান্তিকালের সৃষ্টি হলেই বিএনপি মানুষের পাশে দাড়িয়েছে। রাষ্ট্র পূর্ণগঠন করে আগামী প্রজন্মকে শক্ত ভিত্তির উপর দাঁড় করানোর জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।’ সম্মেলন উদ্বোধন করেন,ডাকসুর সাবেক ভিপি,সাবেক মন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব আমানুল্লাহ আমান। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অন্দিন্দ্য ইসলাম অমিত, সহ- সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জয়ন্ত কুমার কুন্ডু।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জসহ নড়াইল সদর, কালিয়া ও লোহাগড়া উপজেলা এবং পৌর বিএনপির সভাপতি, সম্পাদকবৃন্দ।
সম্মলেনর দ্বিতীয় ধাপে বেলা ২ টা থেকে জেলা শিল্পকলা একাডেমীতে শুরু হয়েছে নড়াইল জেলা বিএনপির নেতৃত্ব নির্বাচনের ভোট গ্রহণ।জেলা বিএনপির সাংগঠনিক মোট ৪টি থানা ও ৩টি পৌরসভা সহ মোট ৭টি ইউনিটের ৭০৭ জন ভোটার ব্যালটে মাধ্যমে ভোট প্রয়োগ করে আগামী নেতৃত্ব নির্বাচন করবেন। বেলা ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহন চলবে বিকাল ৫ টা পর্যন্ত।
দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক  এই তিন পদের প্রার্থীদের নির্বাচিত করার জন্য ব্যালটের মাধ্যমে ভোটগ্রহন করা  হচ্ছে।
নির্বাচনে সাংগঠনিক তিনটি পদের মধ্যে সভাপতি পদে বিশ্বাস জাহাঙ্গীর আলম (চেয়ার) ও মো. জুলফিকার আলী (মেটরসাইকেল), সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম (দেয়ালঘড়ি), শাহরিয়ার রিজভী জর্জ (আনারস), অ্যাডভোকেট কামরুল হাসান (ছাতা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে খন্দকার এজাজুল হাসান (মাছ), মো.টিপু সুলতান (গোলাপ ফুল), এ্যাড.মাহাবুব মোর্শেদ জাগল (তালা) প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here