মামুন হাসান (স্টাফ রিপোর্টার):
অদ্য ২২ই ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে সারাদিন ব্যাপী কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে তারুণ্যের উৎসব উদ্যোক্তা মেলা, বসন্ত বরণ ও পিঠা উৎসব-২০২৫ ইং আয়োজন করা হয়েছে সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে । উক্ত অনুষ্ঠানে কলেজ মাঠেই বিভিন্ন পিঠা ঘর, বইয়ের স্টল এবং কনসার্টের আয়োজন করা হয়, শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে করে উক্ত অনুষ্ঠানকে বরণ করে নেয়। উক্ত অনুষ্ঠানে কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ ফারুক হোসেন ও সদস্য সচিব মোঃ সোহাগ হোসেন এর নিমন্ত্রণে কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদল এর সাবেক সভাপতি এবং কুমিল্লা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রনেতা রায়হান চৌধুরী সিনিয়র সহ সভাপতি মোঃ শফিকুল ইসলাম রাজীব কুমিল্লা মহানগর ছাত্রদলের প্রথম কমিটির যুগ্ন আহবায়ক কানাই রবি দাস কুমিল্লা সরকারি কলেজের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ আলম, সাংগঠনিক সম্পাদক মো: মামুন হাসান, আতিকুর রহমান ভূঁইয়া প্রচার সম্পাদক আল-আমিন হোসেন অন্তর সহ বর্তমান যুগ্ন আহবায়ক মোহাম্মদ রিয়াদ, যুগ্ন আহবায়ক সাইদুল ইসলাম রিমন সহ কুমিল্লা সরকারি কলেজের সাবেক কমিটির অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
সাবেক কমিটির নেতৃবৃন্দ বসন্ত বরণ ও পিঠা উৎসব ২০২৫ পরিদর্শন করেন এবং কলেজের বর্তমান পরিস্থিতি নিয়ে বর্তমান কমিটির নেতৃবৃন্দদের সাথে আলোচনা করেন এবং নতুন কর্মীদের উদ্দেশ্যে রায়হান চৌধুরী (সাবেক সভাপতি) সবার উদ্দেশ্যে বলেন শিক্ষার কোন বিকল্প নাই শিক্ষার মাধ্যমে আমাদেরকে সুন্দর করে চলতে হবে, ভালো আচার ব্যবহারের মাধ্যমে মানুষের মন যোগাইতে হবে। তিনি আরো বলেন শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মনোরঞ্জন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সময় শিক্ষামূলক কর্মকান্ড চালাতে হবে, শিক্ষার মাধ্যমে শিক্ষাঙ্গনে কোন অপকর্মের সাথে জড়িত থাকবে তেমন কাউকে রাখা যাবে না শিক্ষাঙ্গনে এবং কাউকে অপরাধ করতে দেওয়া যাবে না শিক্ষাঙ্গনে।
পরিশেষে তিনি এ আয়োজনকে সুন্দর ভাবে পরিচালনা করার জন্য শিক্ষার্থীদের সাধুবাদ ও শুভকামনা জানান।
আলোকিত প্রতিদিন/২২ফেব্রুয়ারি-২৫/মওম
- Advertisement -