সাদ্দাম হোসাইন, চকরিয়া প্রতিনিধি কক্সবাজারের চকরিয়ায় থানার পাশে প্রবাসি হিন্দু পরিবারের বাড়ি ডাকাতির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৩ ফেব্রয়ারী রবিবার ভোর রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার হয়।
এই বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মো:মনজুর কাদের ভূইয়া। গ্রেফতারকৃতরা হলেন চকরিয়া পৌরসভার বাটাখালী এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে মোহাম্মদ হানিফ, উত্তর কাহারিয়াঘোনা এলাকায় নুরুল আমিনের ছেলে মো:নয়ন ও একই এলাকার কবির আহমদ এর মোহাম্মদ ইসমাইল।
পুলিশ জানায় মামলার ঘটনায় জড়িত অপরাপর ডাকাতদের গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য অভিযান চলমান আছে। পরবর্তীতে বাদিনীর অভিযোগের ভিত্তিতে চকরিয়া থানার মামলা নং-৩৫, তারিখ-২৩/০২/২০২৫ইং, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়।
প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়েছেচকরিয়া থানাধীন চকরিয়া পৌরসভাস্থ ০৪নং ওয়ার্ডের বাটাখালী শ্রীমন্ত দাশ এর নির্মানাধীন ৭ম তলা খালি বিল্ডিংয়ে (উক্ত বিল্ডিংয়ের উপরের তলায় কেউ বসাবাস করে না আন্ডার গ্রাউন্ডে মালিকের পরিবার বসাবাস করে) রাত ০২.১৫ ঘটিকা হতে ০২.৩০ ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা ০৭(সাত) জন মুখোশধারী ডাকাত নির্মানাধীন ভবনের উপরে ১ম তলায় মালামাল পাহারায় রাখা দারোয়ান রবি দাশ (৫০), পিতা-মৃত সুখন্দর দাশ’ সাং-ভরামহুরী, ০৪নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার’কে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে আন্ডার গ্রাউন্ডে থাকা দুবাই প্রবাসী শ্রীমন্ত দাশ (৪০), পিতা-মৃত লাল মোহন দাশ এর বসত ঘরের দরজা সু- কৌশলে খুলে ঘরে প্রবেশ করে। ঘরে কোন পুরুষ লোক না থাকায় গৃহকর্তী রুবি দাশ (৩০), স্বামী-শ্রীমন্ত দাশ, তার প্রতিবেশী ভাগিনা সম্পর্কিত বাপ্পু দাশকে মোবাইল ফোনে কল দেয়।
ডাকাতরা ঘরে প্রবেশ করে দারোয়ানকে হাত পা বেধেঁ ফেলে এবং হাতের আঙ্গুলে ছুরিকাঘাত করে ভয় দেখায়। গৃহকর্তীকে ছুরির ভয় দেখিয়ে ০৩ (তিন) ভরি স্বর্ণালংকার, ০৪(চার) ভরি রুপার অলংকার, নগদ ১২, ০০০/(বার হাজার) টাকা ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতরা অনুমান ৩-৫ মিনিট সময় ব্যাপী ডাকাতি করে এবং বাপ্পু দাশ আসার পূর্বে ডাকাতরা চলে যায়। সকাল বেলায় লোকমূখে সংবাদ পাওয়ার ভিত্তিতে তাৎক্ষণিকভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে চকরিয়া থানার অফিসার ইনচার্জ জনাব, মঞ্জুর কাদের ভূঁইয়ার নেতৃত্বে চকরিয়া থানার একাধিক টিম অজ্ঞাতনামা মূখোশধারী ডাকাতদের গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার অভিযান শুরু করে।
অভিযানকালে আসামী মোঃ নয়ন এর দেওয়া তথ্যমতে তার পূর্ব মূখী বসত ঘরের পশ্চিম পার্শ্বে শয়ন কক্ষের ফ্রীজের পিছনে লূকোনো অবস্থায় লুণ্ঠিত ১২,০০০/-টাকার মধ্য হতে বিভিন্ন মানের নোট সর্বমোট ১০,৫০০/-(দশ হাজার পাচঁশত) টাকা উদ্ধার করা হয়। ঘটনার সময় আসামী মোঃ হানিফের পরিহিত গেঞ্জি গ্রেফতারের পর তার পরিধান হতে এবং ঘটনার সময় ব্যাবহৃত তার পায়ের সেন্ডেল তার বসত ঘর হতে জব্দ করা হয়। আসামীদের কোর্টে প্রেরণ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি