আজ শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

রংপুরের বদরগঞ্জে পলিথিনের উপর পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনা

-Advertisement-

আরো খবর

আল-বরাত ইসলাম,বিশেক প্রতিনিধিঃ রংপুরের বদরগন্জ উপজেলায়  অবৈধভাবে পলিথিন মজুদ ও বিক্রয় করার অভিযোগে ২ দোকান মালিকের কাছে ৬,০০০হাজার  টাকা জরিমানা আদায় করেছেন পরিবেশ অধিদপ্তর ।
সোমবার   (২৪ফেব্রুয়ারি ) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে রংপুর   জেলা পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয় এর উদ্যোগে  বদরগঞ্জ উপজেলার ট্যাক্সেরহাট বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেসার্স জবা স্টোর ও মেসার্স নিউ নেদায়ে ইসলাম স্টোর নামক দুটি দোকান হতে মোট ১২ (বারো) কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। অভিযানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে মেসার্স জবা স্টোরের মালিক মোঃ কারুজ্জামানকে ৪,০০০/- (চার হাজার) টাকা ও মেসার্স নিউ নেদায়ে ইসলাম স্টোরের মালিক মোঃ আজিজুল হককে ২,০০০/- (দুই হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য সতর্ক করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা প্রদান করেন,বদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মোছাঃ মলিহা খানম এবং জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মাসউদুর রহমান প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন উপস্থিত ছিলেন। বদরগঞ্জ থানার একদল পুলিশ সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। সহকারী পরিচালক কমল কুমার বর্মন বলেন, অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য অন্যান্য দোকান মালিকদের সতর্ক করা হয় এবং সচেতনতার জন্য দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের পক্ষ হতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -