নেত্রকোনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

0
245
নেত্রকোনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
নেত্রকোনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
শহীদুল ইসলাম রুবেল:
নেত্রকোনা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে “নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ঃ সর্বজনের ভাবনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় টিটিসি অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে। নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম এর সভাপতিত্বে বাংলা বিভাগের প্রভাষক মাহফুজা মাহবুব ও ইংরেজী বিভাগের প্রভাষক ছহীহ শাফি এর সঞ্চালনায় আলোচনা সভায় সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর আনিসা পারভীন, রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন অর রশিদ, জেলা প্রশাসক বনানী বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুশতাক আহমেদ, অধ্যাপক মতীন্দ্র সরকার, নেত্রকোনা রাষ্ট্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ননী গোপাল সরকার, নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু তাহের খান, নেত্রকোনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিধান চন্দ্র মিত্র, গনঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, নেত্রকোনা জেলা জামায়েতে ইসলামি আমির মাওলানা সাদিক আহমেদ হারিছ, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম,শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক হাফসা আক্তার, সহযোগী অধ্যাপক শহিদুল ইসলাম, প্রক্টর সিরাজুল ইসলাম, শিক্ষার্থী হাফসা আক্তার, শিক্ষার্থী ওয়াহিদ হাসান নাবিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মুতাসিম বিল্লাহ মাহফুজ, ফাহিম রহমান খান পাঠান, নেত্রকোনা জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুর রহমান সায়েম প্রমূখ।এর আগে সকালে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোকিত প্রতিদিন/২৭ফেব্রুয়ারি-২৫/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here