শফিউল মন্ডল :তারাগঞ্জ -রংপুর প্রতিনিধি :রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের উজিয়াল নামক জায়গায় বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করে ইটভাটা মালিকের কাছ থেকে ৬০ হাজার টাকা জরিমানা ও দুই টি ইট ভাটা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে এইচবিএল১ ও বিবিল১ নামে ২ টি ভাটা এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।উভয় মালিকের নিকট হতে জরিমানা করা হয় ৬০ হাজার টাকা।এরমধ্যে এইচবিএল-২ নামক ভাটায় পানি দিয়ে আগুন নিভিয়ে দেয় ফায়ার সার্ভিসের একটি দল।
আজ মঙ্গলবার -(৪ মার্চ) সকাল ১১ টা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা প্রশাসন। বাংলাদেশ ইট প্রস্তুত ও ইট ভাটা স্হাপনা (নিয়ন্ত্রণ) আইন ২০১৯(সংশোধিত) এর ৫(২) ধারাসহ বিভিন্ন ধারা অমান্য করায় জরিমানা ও ২ টি ইটভাটা ভেঙে দিয়ে বন্ধ করা হয়।অভিযান পরিচালনার সময় ভাটার মালিকেরা উপস্থিত ছিলেন কিন্তু প্রয়োজনীয় কাগজ পত্রাদি, লাইসেন্স, পরিবেশের ছাড়পত্র ও অন্যান্য কাগজ না থাকায় তাদের জরিমানা ও ২ টি ভাটা গুঁড়িয়ে দেয়া হয়।অন্য একটি ভাটায় পানি দিয়ে আগুন নিভিয়ে দেয় ফায়ার সার্ভিসের একটি দল। তারাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে, পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সহযোগিতায় যৌথ অভিযানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনায় নেতৃত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুবেল রানা বলেন,মহামান্য হাইকোর্টের নির্দেশনায়, পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে, জেলা প্রশাননের তত্বাবধানে ও উপজেলা প্রশাসনের পরিচালনায় এ অভিযান পরিচালনা করা হয়।তারাগঞ্জে যে কয়েকটি অবৈধ ভাটা রয়েছে তার মধ্যে আজকে কিছু ভাটায় জরিমানা ও ২ টি ভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে।আগামী ১৩ মার্চের মধ্যে বাকি ভাটা গুলোতে অভিযান পরিচালনা করা হবে।
আলোকিত প্রতিদিন/এপি