কুমিল্লার মুরাদনগরে বাজার মনিটরিং করছেন ইউএনও

0
90
কুমিল্লার মুরাদনগরে বাজার মনিটরিং করছেন ইউএনও
কুমিল্লার মুরাদনগরে বাজার মনিটরিং করছেন ইউএনও

নাজমুল হাসান:

মুরাদনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে উপজেলার কোম্পানিগঞ্জ বাজার পরিদর্শন এবং মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার  মো. আবদুর রহমান। এমনকি দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ের পাশাপাশি বাজার মূল্য  যাচাই করে ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে নিজেই বাজার তদারকিসহ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এসময় ২ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করে নগদ আদায় করেন।

০৫ মার্চ বুধবার বাজার মনিটরিং ও মোবাইল কোর্টে এর ধারাবাহিকতায় বিকালে উপজেলার কোম্পানিগঞ্জ বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার। পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের বিক্রয় মূল্য সঠিক এবং স্থানীয় রাখা,অবৈধভাবে পণ্য মজুদ না রাখা এবং ভেজাল পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া কোম্পানীগঞ্জ বাজার ও মুরাদনগর বাজারের রমজান উপলক্ষে জনসাধারণের ভোগান্তি কমাতে যানজট নিরসনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ ইউনিয়ন পরিষদের মাধ্যমে  আনসার সদস্য মোতায়ন করা হয়। কোম্পানিগঞ্জ বাজারে কুমিল্লা সিলেট মহাসড়কে বাস-স্টেশনে অতিরিক্ত গাড়ির চাপে জ্যাম সৃষ্টি হয়। সেই সুবাদে জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয় প্রতিনিয়ত। জ্যামের কথাটি মাথায় রেখে উপজেলা প্রশাসন ইউনিয়ন পরিষদের মাধ্যমে  আনসার সদস্য মোতায়ন করেন।

অভিযানকালে ব্যবসায়িক লাইসেন্স না থাকা, মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য ও বীজ বিক্রি, সংরক্ষণ ও প্রদর্শনের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন। এ সময় বাজারের সকল ব্যবসায়ীদের দোকানে মূল্য তালিকা টানানো এবং অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ । জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলেন জানান উপজেলা নির্বাহী অফিসার  মো. আবদুর রহমান।

আলোকিত প্রতিদিন/০৬মার্চ-২৫/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here