বরাত ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর সদর উপজেলায় অবৈধভাবে ইট ভাটা পরিচালনা করার অভিযোগে ১ ইটভাটা মালিকের কাছে ৫০,০০০হাজার টাকা জরিমানা আদায় ও একটির চিমনি ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
শুক্র বার (৭মার্চ ) বিকেল এ সদর উপজেলায় অভিযান পরিচালনা করে নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তর ।
নীলফামারী জেলার সদর উপজেলার গোড়গ্রাম নামক এলাকায় অবস্থিত অবৈধ ইটভাটাসমূহের বন্ধের মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয় । এ সময়ে অধিকাংশ ইটভাটার কার্যক্রম বন্ধ পাওয়া গেলেও আলহাজ্ব অকছেদ আলী শেখ এর মালিকানাধীন মেসার্স বি ও বি ব্রিকস নামক ইটভাটাটিকে মহামান্য হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং ১৩৭০৫/২০২২ এর নির্দেশ অমান্য করে পরিচালনার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত ইটভাটার মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(৩) ধারা লংঘনের দায়ে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় । এছাড়া মোঃ রাজু ও মোঃ বাবুল এর মালিকানাধীন মেসার্স বি আর বি ব্রিকস নামক ইটভাটাটি মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ অনুসারে চিমনি স্কেভেটের দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ।
অভিযান পরিচালনায় সহযোগিতা প্রদান করেন, জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সায়ীদ মুহাম্মদ, পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে সদর, নীলফামারী পুলিশ বিভাগ এবং সদর, নীলফামারী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস-এর একদল সদস্য অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন। জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী ও পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় পক্ষ থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/এপি