আজ শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে অবৈধ ৫ ইট ভাটাকে জরিমানা

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

নাজমুল হাসান:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে ৮নং জাফরগঞ্জ ইউনিয়ন এলাকায় মেসার্স সুনিয়া ব্রিকস, মেসার্স রাসেল ব্রিকস, মেসার্স দেবিদ্বার ব্রিকস্, মেসার্স ফাইভ স্টার ব্রিকস্, মেসার্স  কে.এম.বি ব্রিকস্ কে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

১৫ মার্চ শনিবার দুপুরে উপজেলা প্রশাসন কতৃক ৫টি ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম।
দেবিদ্বার উপজেলায় ইটভাটা স্থাপনে পরিবেশ অধিদপ্তরের নিয়মনীতি না মানায় মোঃ মফিজুল ইসলাম চৌধুরী, ইট প্রস্তুত ও ভাটা স্থাপণ নিয়ন্ত্রণ আইন ২০১৯ এর ১৫(১)  এক লক্ষ টাকা, মো: মিজানুর রহমান কে ২০১৯ এর ১৫(১)  এক লক্ষ টাকা, মোঃ আল আমিন, ২০১৯ এর ১৫(১) এক লক্ষ টাকা, মো: আবুল কালাম ২০১৯ এর ১৫(১) এক লক্ষ টাকা, মোঃ সুমন ২০১৯ এর ১৫(১)  এক লক্ষ টাকা করে জরিমানা করেন। ইটভাটা স্থাপন এবং ইট প্রস্তুতকরণ পরিবেশ ছাড়পত্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং ইট প্রস্তুত, কৃষি জমি হতে মাটি সংগ্রহ করার কারনে ইটভাটার স্বত্বাধিকারীরা মালিক পক্ষকে মোট ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।  জানা যায়,  অনুমোদন ব্যাতীত ইট প্রস্তুত, কৃষি জমি হতে মাটি সংগ্রহ ও নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের নিয়মনীতি না মেনে ইটভাটা পরিচালনা করার কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত) ২০১৯ এর ১৫(১), ৫(১), ১৮(১), ধারায় পাঁচ টি ব্রিকসকে মোট ৫ লক্ষ টাকা  জরিমানা করা হয়, এবং ইটভাটার সীল-গালা করে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। ফায়ার সার্ভিসের এর মাধ্যমে চিমনি তে পানি দিয়ে ইট পড়ানো বন্ধ করা হয়
এসময় উপস্থিত ছিলেন-  পুলিশের এ এস আই হান্নান সহ সঙ্গীয় ফোর্স, ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর আমজাদ হোসেন এর সঙ্গীয় ফোর্স ও সংবাদকর্মী সহ প্রমুখ।

এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট রায়হানুল ইসলাম বলেন,  অবৈধভাবে কৃষি জমির থেকে মাটি কাটা এবং নদীর চড় থেকে মাটি কাটার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ইট ভাটার বিরুদ্ধে এরকম নিয়মিত এ অভিযান চলমান থাকবে৷

- Advertisement -

আলোকিত প্রতিদিন/১৬মার্চ-২৫/মওম

- Advertisement -
- Advertisement -