আজ শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

নোয়াখালী ক্রিকেট অ্যাকাডেমির ইফতার মাহফিল অনুষ্ঠিত 

-Advertisement-

আরো খবর

একেএম ফারুক হোসেন : নোয়াখালী ক্রিকেট অ্যাকাডেমির উদ্যেগে খেলোয়াড়, অভিভাবক, স্টেডিয়াম স্টাফদের নিয়ে ব্যতিক্রম এক অনন্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার( ১৬ মার্চ) জেলা শহিদ ভুলু স্টেডিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও ক্রীড়া অফিসার মাঈনুদ্দীন মি্ল্কি।এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী ক্রিকেট অ্যাকাডেমির হেডকোচ ও জেলা কোচ স্বদেশ মজুমদার,সহকারী কোচ হৃদয়।এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ক্রিকেট অ্যাকাডেমির খেলোয়াড়, অভিভাবক, কোচিং স্টাফ প্রমুখ।ইফতার মাহফিলে আলোচনা সভার পাশাপাশি প্রাকটিস সেশনে ভালো করায় খেলোয়াড়দের  তিন ক্যাটাগরিতে মেডেল তুলে দেন প্রধান অতিথি ও অভিভাবকবৃন্দ।
নোয়াখালী ক্রিকেট অ্যাকাডেমির হেডকোচ স্বদেশ মজুমদার তার বক্তব্যে বলেন,প্রতিষ্ঠার পর থেকে এ অ্যাকাডেমির একাধিক খেলোয়াড়রা প্রতিনিয়ত জাতীয় বয়স ভিত্তিক অনূর্ধ্ব  ১৪,১৬,১৮ ক্যাটগরিতে সফলতার সহিত খেলছেন।তিনি বলেন,এ অ্যাকাডেমি শুধু “ভালো ক্রিকেট প্লেয়ার তৈরি করে না একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সচেষ্ট থাকে”।
প্রধান অতিথি মাঈনুদ্দিন মিল্কি বক্তব্যে একটি সুন্দর, সুশৃঙ্খল ইফতার অনুষ্ঠান উপহার দেয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান।তিনি উপস্হিত ছাত্র ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি জোর দিয়ে বলেন,”যে খেলাধুলায় ভালো সে পড়ালেখাও ভালো কারণ মেধাবীরাই ভালো খেলে”।ভবিষ্যৎ নির্ধারনে এখন থেকে নিজেকে গড়ার বিকল্প নেই বলে জানান তিনি।খেলোয়াড় তৈরিতে অভিভাবকদের ভূমিকার কথা উল্লেখ করে ধন্যবাদ দিয়ে তিনি আরও বলেন, আপনাদের ত্যাগের কারণে একজন খেলোয়াড় তৈরি হয়।এরপর দেশের কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন স্টেডিয়াম মসজিদের ইমাম।
প্রসঙ্গত ১৯৯৭ সালে নোয়াখালী ক্রিকেট অ্যাকাডেমি প্রতিষ্ঠিত হয়।প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এ পর্যন্ত একাধিক খেলোয়াড় ঘরোয়া লীগ ছাড়াও জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -