মোঃ শওকত আলী:
ব্রাহ্মণবাড়িয়া,সরাইলে পূর্ব শত্রুতার জেরে ঘর বাড়িতে হামলা- ভাংচুর-লুটপাট, আতঙ্কে গ্রাম ছাড়া তিনটি পরিবার।
পূর্ব বিরোধের জেরে ঘর বাড়িতে হামলা-ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আতঙ্কে গ্রাম ছেড়েছে তিন পরিবারের প্রায় ২৫/৩০ জন সদস্য। ১৭ মার্চ সোমবার দুপুরে এই ঘটনার কথা নিশ্চিত করেন গ্রাম ছাড়া পরিবারের সদস্যরা। গত বুধবার সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল এই ঘটনা ঘটে।
গত ৩ মার্চ সোমবার সকালে ক্ষতিগ্রস্ত মোঃ আনছর আলীর স্ত্রী মোছা: আকলিমা বাদি হয়ে মোঃ সিরিছলামকে প্রধান আসামী করে ৬,জন এ-র বিরুদ্ধে মামলা করে অজ্ঞাতনামা আরো ১০/১২কে আসামী করে
ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (দ্রুত বিচার) আলাদতে একটি মামলা দায়ের করেন।
ঘটনাসূত্রে জানা যায়, ২০১১ সালে মৃত নাদির মিয়ার ছেলে মোঃ আনছর আলী তাদের ঘর বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনায় একই এলাকার মৃত মলাই মিয়ার ছেলে সিরিছলাম ও আলী ইসলামের বিরুদ্ধে সরাইল থানায় একটি মামলা করেন। এরপর থেকে তাদের মধ্যে শত্রুতা শুরু হয়।
দীর্ঘদিন দিনের ক্ষোভে, খাদিজা নামের একটি শিশুর স্বাভাবিক মৃত্যুকে পুজি করে গত ২৬ ফেব্রুয়ারি সকালে সিরিছলাম, তাজুল ইসলাম, আলী ইসলাম ও দু:খু মিয়াসহ ৩০-৪০ লোক আনছর আলী, মনসুর আলী, পারভেজ মিয়া, দরবেশ মিয়া, মোহাম্মদ আলীর ঘর বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট করে।
এই সময় তারা আলমারিতে থাকা নগদ ৫ লক্ষ টাকা, আরো একই স্থানে রাখা ৫ লক্ষ টাকার স্বর্নালংকার সহ চারটি গরু এবং ঘরে রক্ষিত ৪৫ মন চাল লুট করে নিয়ে যায়, এবং তাদেরকে হত্যা হুমকি দিলে জীবন বাঁচাতে তিনটি পরিবার বাড়ি ছাড়তে বাধ্য হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আলোকিত প্রতিদিন/১৯মার্চ-২৫/মওম