নাজমুল হাসান:
কুমিল্লার মুরাদনগর উপজেলার ২১নং বাবুটিপাড়ার জাকির হোসেনের বিরুদ্ধে স্যোশাল মিডিয়ায় মিথ্যা বানোয়াট অডিও রেকর্ড প্রচার করছেন আবুল খায়ের আশিক নামে এক আওয়ামীলীগ নেতা। দেবিদ্বার উপজেলার রাজমেহের গাংচর হেনাপুকুরিয়া গ্রামের মৃত্য আাঃ বারেক মাস্টারের ছেলে আবুল খায়ের আশিক। ভুক্তভোগী জাকির হোসেন সেই মিথ্যা বানোয়াট অডিও রেকর্ড স্যোশাল মিডিয়ায় অপপ্রচার করায় আবুল কালাম আশিকের বিরুদ্ধে মুরাদনগর থানায় অভিযোগ দায়েল করে এবং স্থানীয় গণমাধ্যম নিয়ে সংবাদ সম্মেলনে করেন।
২০ মার্চ বৃহস্পতিবার সকালে জাকির হোসেন নিজ উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের স্থানীয় একটি মসজিদের সামনে এলাকার মানুষ নিয়ে সংবাদ সম্মেলন করেন। জাকির হোসেন তার লিখিত বক্তব্যে জানান, আমি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কুমিল্লা উত্তর জেলার ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। দেবিদ্বার উপজেলার রাজমেহের গাংচর হেনাপুকুরিয়া গ্রামের আবুল খায়ের আশিক একজন ড্রেজার ব্যাবসায়ী। আমি জাকির হোসেন ড্রেজিং ব্যাবসায় বাঁধা প্রদান করিলে আশিক তার ম্যানেজারের মাধ্যমে ফোন দিয়ে টাকার প্রস্তাব দেন। আমি সেই টাকার প্রস্তাব শুনে আমি রাগান্বিত হয়ে কিছু অশালীন কথা বলি। সেই কথা গুলোকে পুঁজি করে আমার বিরুদ্ধে ভুয়া অডিও রেকর্ড কাট সাট করে আশিক তাঁর নিজস্ব ফেসবুক আইডি থেকে অপপ্রচার করেন। এতে সামাজিকভাবে আমি জাকির হোসেন হেয় প্রতিপন্ন হই এবং আমি স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত। এতে আমার দলের সুনাম ক্ষুন্ন হয়।
এসময় জাকির হোসেন আরো জানান, আবুল খায়ের আশিক ছিলো আওয়ামী লীগের দোসর। গত ১৫ বছর সে আওয়ামিলীগের ছত্র ছায়ায় চাঁদাবাজি করেছে। আওয়ামীলীগের জেলা নেতাসহ একাধিক রাজনৈতিক ব্যাক্তির সাথে তার সেলফি ও ঘনিষ্ঠ মূহুর্তের কিছু স্থির চিত্র রয়েছে। সে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করে চাঁদা দাবি করছে। আমি ও আমার পুরো পরিবার বিএনপির কর্মী এবং মুরাদনগর উপজেলা বিএনপির নিবেদিত প্রাণ আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার একনিষ্ঠ কর্মী। আমার বিরুদ্ধে যে ভুয়া অডিও রেকর্ড অপপ্রচার করছে আবুল খায়ের আশিক, আমি এর সুষ্ঠ বিচার চাই।
এ সময় জাকিরের গ্রামের মুরুব্বী, যুবক ও বিভিন্ন পেশার মানুষের কাছে জানতে চাইলে তারা বলেন জাকির খুব সহজ সরল মানুষ, তার বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ও বিচার চাই।
আলোকিত প্রতিদিন/২০মার্চ-২৫/মওম