আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে দেবিদ্বারে সাধারণ ছাত্র-জনতার বিক্ষোভ

0
102
আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে দেবিদ্বারে সাধারণ ছাত্র-জনতার বিক্ষোভ
আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে দেবিদ্বারে সাধারণ ছাত্র-জনতার বিক্ষোভ

নাজমুল হাসান:

গণহত্যায় সরাসরি জড়িত আওয়ামী লীগকে নতুন মোড়কে ফিরিয়ে আনার অপচেষ্টার প্রতিবাদে ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল করেছে দেবিদ্বারের সাধারণ ছাত্র জনতা।

২২ মার্চ শনিবার সকাল ১১ টায় দেবিদ্বার উপজেলা থেকে নিউমার্কেট চত্বরে দেবিদ্বার থানার সামনে থেকে ফিরে দেবিদ্বার নিউমার্কেট চত্বরে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। নাজমুল হাসান নাহিদের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন, জোহা, সিয়াম, নাফিস, নাছির। বক্তারা বলেন, আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ কর, করতে হবে করতে হবে’ ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত, হাসনাত আবদুল্লাহর কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে। সহ বিভিন্ন স্লোগান দেয় ছাত্র–জনতা। ছয়–সাত মাস হয়ে গেছে এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি।  কিন্তু কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাহলে বলব, চূড়ান্ত মুক্তির পথ মৃত্যু। প্রয়োজন হলে আরও আবু সাঈদ শহীদ হবে, তবু আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। গত ৫ আগস্ট আওয়ামী লীগের নিষিদ্ধকরণ হয়ে গেছে। এখন শুধু অফিশিয়াল ঘোষণা বাকি। আওয়ামী লীগকে পুনর্বাসন করলে জুলাই আন্দোলন আবার হবে। ভারতের প্রেসক্রিপশন বাংলাদেশে চলবে না। প্রতিটি দলকে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত পরিষ্কার করতে হবে। আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দলটি কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না।

এসময় উপস্থিত ছিলেন— মো: আরিফুল ইসলাম, নাছির উদ্দীন, জালাল আহমেদ খাঁন, রাফসান, মেহেদী, মিজান, মাহমুদুল, সবুজ, শরীফ, নাসিফ সরকার সহ প্রমূখ।

উল্লেখ্য, গতকাল প্রধান উপদেষ্টা ড. ইউনুসের আওয়ামীলীগকে আপাতত নিষিদ্ধের কথা ভাবছে না সরকার, বক্তব্যের প্রেক্ষিতে সারাদেশে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবি ওঠে। সে হিসেবে জাবিতে শুক্রবার জুমার নামাজ শেষে এ বিক্ষোভ মিছিল করেন তারা।

আলোকিত প্রতিদিন/২২মার্চ-২৫/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here