আজ শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

হাতিরঝিলে বায়িং হাউস ও আবাসন ব্যবসার আড়ালে চলছিল রমরমা মাদক কারবার

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

নিজস্ব প্রতিবেদক:

প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবার বৃহৎ চালানসহ মাদক কারবারের ৪ গডফাদারকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।২১ মার্চ শুক্রবার দিবাগত রাতে সুনির্দিষ্ট অভিযোগ এ গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন,মো.নজরুল ইসলাম ওরফে সোহেল রানা (৩৪), মো.আল মামুন (৩২), মোহাম্মদ ফারুক ওরফে ওমর ফারুক(৪৬) ও ফারুকের স্ত্রী তানিয়া (৩২)।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে,বায়িং হাউস-আবাসন ব্যবসার আড়ালে হাতিরঝিলে তারা গড়ে তুলেছিল রমরমা মাদক ব্যবসা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন,২১ মার্চ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের একটি টিম হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনা করে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। এছাড়া জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।

- Advertisement -

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে রমনা সার্কেলের পরিদর্শক লোকমান হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন।

শামীম আহমেদ বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মাদক কারবারিরা অর্জিত অর্থ দিয়ে  বায়িং হাউজ এবং আবাসন ব্যবসা পরিচালনা করছে বলে জানা গেছে।

আলোকিত প্রতিদিন/২২মার্চ-২৫/মওম

- Advertisement -
- Advertisement -