কমলাপুর রেলওয়ে স্টেশনে বাড়ি ফেরা যাত্রীদের ভিড়

0
74
কমলাপুর রেলওয়ে স্টেশনে বাড়ি ফেরা যাত্রীদের ভিড়
কমলাপুর রেলওয়ে স্টেশনে বাড়ি ফেরা যাত্রীদের ভিড়

আলোকিত প্রতিবেদক:

ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ব্যবস্থায় আজ থেকে ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ ব্যবস্থায় ট্রেন চলার প্রথম দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় অন্যান্য দিনের তুলনায় বেড়েছে।

২৪ মার্চ সোমবার কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি প্লাটফর্মের লাইনে সারিবদ্ধভাবে রাখা হয়েছে ট্রেনের রেক। প্রতিটি প্ল্যাটফর্মে যাত্রীদের ব্যাপক জটলা। তবে প্লাটফর্মে টিকিটবিহীন যাত্রী কম থাকায় অনেকটা স্বস্তিতে আছেন টিকিকাটা যাত্রীরা।

জামালপুর এক্সপ্রেস ট্রেনে তারাকান্দি যাবেন এক যাত্রীর পরিবার। তিনি বলেন,আর তিন/চার দিন পরেই ট্রেনে ব্যাপক ভিড় হবে। ফলে আগেভাগেই পরিবারকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। আমি শেষ সময়ে কোনো না কোনোভাবে যেতেই পারব।

অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের এক যাত্রী বলেন, পড়াশোনা শেষে ঢাকায় থেকে চাকরির প্রস্তুতি নিচ্ছিলাম। প্রতি ঈদেই বাড়ি যাই, এবারও যাচ্ছি। শেষের দিকে ভিড় হয় বলে শুরুর দিকেই যাচ্ছি।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন বলেন, সকাল থেকে সাড়ে ১১টা পর্যন্ত ১৬টি আন্তঃনগর ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। আজ সারা দিনে মোট ৪৩টি আন্তঃনগর ট্রেন এবং ২৫টি মেইল এবং কমিউটার ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যাবে।

তিনি আরও বলেন, অন্যান্য দিনের তুলনায় আজকে থেকে স্টেশনে যাত্রীর সংখ্যা বেশি। তাদের নিরাপত্তার জন্য আমাদের সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আলোকিত প্রতিদিন/২৪ মার্চ ২০২৫/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here