শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেন, ‘আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এই পরিবর্তন বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি ও বর্ধিত নিরাপত্তা প্রতিষ্ঠার সক্ষমতা গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে।
তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র আসন্ন এই সময়গুলোতেও আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখার প্রত্যাশায় রয়েছে। আমি আত্মবিশ্বাসী, আমরা আমাদের সম্পর্ক জোরদার করা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক সুরক্ষা উন্নয়নে একসঙ্গে কাজ করার পাশাপাশি আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে পারি। এই স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা।’
আলোকিত প্রতিদিন/২৭ মার্চ ২০২৫/মওম