বৃহস্পতিবার মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের বাজেট শাখার উপসচিব লিউজা-উল-জান্নাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের ডিসেম্বর/২০২৪ মাসের (আংশিক-লট-৫), জানুয়ারি/২০২৫ মাসের (আংশিক-লট-২), ফেব্রুয়ারি ২০২৫ মাসের (আংশিক-লট-১) এবং ঈদ-উল-ফিতর ২০২৫ (আংশিক-লট-২) এর বেতনভাতাদি ইএফটি-তে পরিশোধের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ হতে এ সংক্রান্ত জি.ও. জারি করা হয়েছে। বর্ণিত শিক্ষক/কর্মচারীগণের ঈদ-উল-ফিতরের পূর্বেই বেতনভাতাদি উত্তোলনপূর্বক যথাযথভাবে ঈদ অনুষ্ঠান উদ্যাপনের নিমিত্তে ৪টি রাষ্ট্রায়ত্ব ব্যাংক অদ্য ২৭.০৩.২০২৫ তারিখ বিকাল ৪.০০ টা পর্যন্ত এবং আগামী ২৮.০৩.২০২৫ (শুক্রবার) ০১ (এক) দিন খোলা রাখা প্রয়োজন।
৪টি রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলো হলো, অগ্রনী ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ও রূপালী ব্যাংক। বর্ণিতাবস্থায়, উল্লিখিত ব্যাংকসমূহ খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০৩/২০২৫
আলোকিত প্রতিদিন/২৭ মার্চ ২০২৫/মওম