পাথরঘাটায় মোটরসাইকেল ও বাস মুখোমুখি সংঘর্ষে নিহত-৩

0
83
পাথরঘাটায় মোটরসাইকেল ও বাস মুখোমুখি সংঘর্ষে নিহত-৩
পাথরঘাটায় মোটরসাইকেল ও বাস মুখোমুখি সংঘর্ষে নিহত-৩
মো.জিয়াউল ইসলাম:
পাথরঘাটা উপজেলার নাচ নোয়াপাড়া ইউনিয়নের সোনার বাংলা নামক স্থানে বাস এবং মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। নিহতরা আপন তিন ভাই।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা স্কুলের সংলগ্ন  এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মঠবাড়িয়া উপজেলার বাইশকুড়া ইউনিয়নের টিকিকাটা গ্রামের নাসির খানের ছেলে নাঈমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) ও মো. নাদিম (৮)। এ ঘটনায় বাসের ড্রাইভার ও হেলপারকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান আটক ও দুর্ঘটনার বিষয়টি   সত্যতা নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা থেকে রাজিব পরিবহন নামে একটি খালি বাস বেপরোয়া গতিতে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে মঠবাড়িয়া থেকে মোটরসাইকেলে  তিন ভাই যাচ্ছিলেন  তখনই  মুখামুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয়রা ড্রাইভার ও হেলপারকে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে তাদের থানা হেফাজতে নেয়।
নিহতদের বাবা নাসির খান জানান, তার বড় ছেলে নাঈমুজ্জামান শুভ শুক্রবার ঢাকা থেকে ঈদের ছুটিতে বাড়িতে আসেন। শুভর মামাত ভাই তার বাড়ির জন্য কিছু কেনাকাটা করে তার কাছে দেয়। সেগুলো পৌঁছে দিতে তাঁর তিন ছেলে মঠবাড়িয়া থেকে পাথরঘাটায় যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার ফলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পাথরঘাটা থানার ওসি মো. মেহেদী হাসান জানান, এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/২৯ মার্চ ২০২৫/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here