ব্রাহ্মণবাড়িয়ায় লরির চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত আহত চার 

0
56
ব্রাহ্মণবাড়িয়ায় লরির চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত আহত চার 
ব্রাহ্মণবাড়িয়ায় লরির চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত আহত চার 
মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়ায় লরির চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন যাত্রী।
৮ এপ্রিল মঙ্গলবার সকালে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন,জেলার নবীনগর উপজেলার নজর দৌলত গ্রামের আমজাদ হোসেনের ছেলে তানভীর মিয়া (২৩) ও আশুগঞ্জ উপজেলার হোসেনপুর গ্রামের ইদন মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৫)।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে চালকসহ মোট ৬ জন যাত্রী জেলার সদর উপজেলার চিনাইর টিটিসি ট্রেনিং সেন্টারে যাচ্ছিলেন।অটোরিকশাটি রামরাইল এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি লরি অটোরিকশাটিকে চাপা দিয়ে চলে যায়। এ ঘটনায় চালকসহ ছয়জন আহত হন।
পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিসৎক দুজনকে মৃত ঘোষণা করেন। চাপা দেওয়া লরিটি এখনও আটক করা যায়নি। দুর্ঘটনার পুরো বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে বলেও তিনি জানান।
আলোকিত প্রতিদিন/৮ এপ্রিল ২০২৫/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here