রায়পুর জসিম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে জনতার মানববন্ধন

0
51
মিন্টু চন্দ্র দাস রায়পুর প্রতিনিধি:লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত স্থানীয় নেতা জসিম উদ্দিনের হত্যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ। আজ শনিবার (১৯ এপ্রিল) সকাল দশ টা, ২নং উত্তর চরবংশী ইউনিয়নের খাশেরহাট সড়কে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় নিহতের পরিবার, স্বজন ও স্থানীয় শত শত মানুষ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তব্যে জসিমের বোন বলেন, “বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের বলি হয়েছে আমার ভাই। সে নিরপরাধ ছিল, তবু এখনো হত্যাকারীরা ধরা পড়েনি। আমরা বিচারের আশায় অপেক্ষা করছি।”
জসিমের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মোস্তফা গাজী, শামীম গাজী, ইমাম গাজী, সায়েম গাজী, শাহ আলী মোতাইত, আল-আমিন, মেহেদী গাজী ও সফিক রাড়ীসহ যারা হত্যার সঙ্গে সরাসরি জড়িত, তাদের এখনো গ্রেফতার করা হয়নি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দ্রুত গ্রেফতারের দাবি করি।”
নিহতের ছেলে দাবি করেন, “আমার বাবা কী অপরাধ করেছিলেন। আমি শুধু ন্যায় বিচার চাই।”
এ সময় জসিমের চাচাতো বোন বলেন, “জসিমের নিজের মাথা গোঁজার ঠাঁই ছিল না। এখন তার স্ত্রী ও চার সন্তান কোথায় যাবে? ফারুক কবিরাজ দীর্ঘদিন ধরে জসিমের চিকিৎসা ও সংসারের খরচ বহন করে এসেছেন। আমরা চাই, জসিমের পরিবারের স্থায়ী আবাসনের ব্যবস্থা করা হোক।”
উল্লেখ্য, গত ৮ এপ্রিল স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সংঘর্ষে গুরুতর আহত হন জসিম উদ্দিন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের তৎপরতা চলছে।”
জনগণের একটাই দাবি — জসিম হত্যার বিচার হোক, অপরাধীরা যেন আইনের ফাঁক গলে না বেরিয়ে যেতে পারে।
আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here