গাজায় নৃশংস হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

0
75
গাজায় নৃশংস হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন
গাজায় নৃশংস হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন
মো: মহিদ:
গাজায় ইসরাইলি নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হাটিপাড়া ইউনিয়নের ওলামায়েকেরাম ও ধর্মপ্রাণ মুসল্লীরা। ১৯ এপ্রিল শনিবার সকাল দশটায় মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের হাটিপাড়া এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ইদারাতুল উলুমিন ইসলামী মাদ্রাসা এবং এতিমখানার সামনে থেকে শুরু হয়ে হাটিপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। মানববন্ধনে বক্তারা বলেন, যেভাবে ফিলিস্তিনের গাজায় নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে তা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। বিশ্বের সর্বোচ্চ অভিভাবক জাতিসংঘ, মুসলিম উম্মাহর অভিভাবক ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রতি আমাদের আহবান- আপনারা বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন এবং ফিলিস্তিনে আমাদের ভাই-বোনদের পাশে দাঁড়ান। আমরা সবাই আপনাদের পাশে আছি। ফিলিস্তিনের ভাই-বোনদের যেভাবে বোমা মেরে নির্বিচারে হত্যা করা হচ্ছে এটি আর মেনে নেওয়া যায় না। আমরা এ নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। এ সময়, বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম সৌদি আরবস্থ মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী নাজমুল, হাটিপাড়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক লিটন আহমেদ, ইউনিয়ন যুবদলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম মৃধা, সাংগঠনিক সম্পাদক মুকবল হোসেনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/১৯ এপ্রিল ২০২৫/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here