মোঃ আতীক রোজেন, ফেনী বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় ফেনী সদর উপজেলার ২ নং পাঁচগাছিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড দক্ষিণ ডোমুরুয়ায় ৮ জন নারী-পুরুষের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় একটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য (জামায়াত নির্বাচিত ফেনী-০২ আসনের সাংসদ সদস্য প্রার্থী) অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ফেনী জেলা জামায়াতের আমীর (জামায়াত নির্বাচিত ফেনী পৌরসভার মেয়র পদপ্রার্থী) মুফতি মাওলানা আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ফেনী জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মনির আহমেদ।
এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন আমীর (জামায়াত নির্বাচিত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী) মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব কাউসার আহমেদ, ১৬নং ওয়ার্ড উওর অঞ্চলের টিম সদস্য ও মহিপাল ইউনিটের সভাপতি হাকীম মোঃ রায়হান উল্যাহ, জামায়াত নেতা জাহিদ হোসেন, মুফতি আব্দুল খালেক ও মাওলানা গিয়াস উদ্দিন।
বক্তারা বলেন, “এই ধরনের স্বাবলম্বনমূলক উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষদের আর্থিকভাবে স্বচ্ছল হতে সহায়তা করবে। জামায়াতে ইসলামীর জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে অনুষ্ঠান শেষে ছাগল গ্রহণকারীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
আলোকিত প্রতিদিন/এপি