আজ শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বৈভব সূর্যবংশীর জন্য বড় পুরস্কারের ঘোষণা বিহারের মুখ্যমন্ত্রীর!

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

স্পোর্টস ডেস্ক, আইপিএলে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিকেটবিশ্বে তাক লাগিয়ে দিয়েছে ১৪ বছর ৩২ দিন বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে খেলা এই ক্রিকেটারের বাড়ি বিহারের সমস্তিপুরে। নিজ রাজ্যে বিহার থেকে এবার পুরস্কার পাচ্ছেন তিনি।

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বৈভবকে অনবদ্য এই পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানিয়ে তার জন্য ১০ লক্ষ রুপি পুরস্কার ঘোষণা করেছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৪ লাখ টাকার ওপরে।

 

এক্সে বিহারের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘বিহারের বৈভব সূর্যবংশীকে অভিনন্দন ও শুভকামনা। সে আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে (১৪ বছর) সেঞ্চুরি করেছে। তার কঠোর পরিশ্রম এবং প্রতিভার ফলে সে ভারতীয় ক্রিকেটের জন্য এক নতুন আশা হয়ে উঠেছে। সবাই তাকে নিয়ে গর্বিত।’

সূর্যবংশীকে নিয়ে অতীত স্মৃতি ঘেটে নীতিশ কুমার বলেন, ‘আমি ২০২৪ সালে বৈভব সূর্যবংশী এবং তার বাবার সঙ্গে দেখা করেছিলাম এবং সেই সময় তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছি। আইপিএলে তার দুর্দান্ত পারফরম্যান্সের পর, আমি তাকে ফোনেও অভিনন্দন জানিয়েছিলাম। বিহারের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে রাজ্য সরকার ১০ লক্ষ রুপি পুরস্কার দেবে। আমি কামনা করি, বৈভব যেন ভবিষ্যতে ভারতীয় দলের জন্য নতুন রেকর্ড তৈরি করতে পারে এবং দেশের জন্য গৌরব বয়ে আনতে পারে বলে তিনি জানান।

আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -