এক সিনেমায় ৬ তারকা, মুক্তি ঈদুল আজহায়!

0
45
বিনোদন, আসন্ন ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গেছে। মুক্তির তালিকায় ইতিমধ্যে অনেকগুলো সিনেমারই নাম শোনা গেছে। এবার সেই লড়াইয়ে যুক্ত হতে যাচ্ছে নতুন আরেক সিনেমা। ফ্যামিলি ড্রামা ঘরানার ‘উৎসব’ নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন ‘কাইজার’খ্যাত নির্মাতা তানিম নূর।

 

ফ্যামিলি ড্রামা, কমেডি, রোমান্স এবং হররের মিশেলে নির্মিত এই সিনেমার গল্প ঈদকে ঘিরে। চমকপ্রদ বিষয় হলো, সিনেমাটিকে দেখা যাবে এক ঝাঁক তারকাকে। সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, অপি করিম, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, সুনেরাহ বিনতে কামাল, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতিসহ আরো অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here