ভারতের ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রের সংরক্ষণকেন্দ্রে হামলার দাবি পাকিস্তানের

0
58
ভারতের ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রের সংরক্ষণকেন্দ্রে হামলার দাবি পাকিস্তানের
ভারতের ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রের সংরক্ষণকেন্দ্রে হামলার দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের হামলার জেরে অপারেশন ‘বুনইয়ান-উন-মারসুস’ শুরু করেছে পাকিস্তান। এর অধীনে ভারতের বেশ কিছু সামরিক স্থাপনায় হামলার দাবি করা হয়েছে।পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভারতের পাঞ্জাব প্রদেশের বিয়াসে অবস্থিত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণকেন্দ্রে একটি হামলা চালানো হয়েছে।

ব্রহ্মোস হলো সুপারসনিক ক্ষেপণাস্ত্র। যার সর্বোচ্চ পাল্লা ৮০০ কিলোমিটার (৪৯৭ মাইল)। এটি সাবমেরিন, জাহাজ এবং যুদ্ধবিমানসহ বিভিন্ন সামরিকযান থেকে নিক্ষেপ করা যায়।

ব্রহ্মস অ্যারোস্পেস নামের একটি প্রতিষ্ঠান এ ক্ষেপণাস্ত্রের উন্নয়নের সঙ্গে জড়িত। এটি ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এবং রাশিয়ার রকেট ডিজাইন ব্যুরো এনপিও মাশিনোসট্রোয়েনিয়ার একটি যৌথ উদ্যোগ।

ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছেন, পাকিস্তান ভারতের বিমানঘাঁটিগুলো লক্ষ্য করে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

পাকিস্তানের তিনটি সামরিক বিমানঘাঁটিতে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, পাকিস্তান এমন অভিযোগ তোলার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের বিমানঘাঁটিতে হামলার খবর এলো।

সূত্র: আল-জাজিরা

আলোকিত প্রতিদিন/১০মে ২০২৫/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here