আজ শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

চিত্রনায়িকা পূর্ণিমা অভিনয় জগতের আজ ২৭ বছর পূর্ণ !

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আলোকিত ডেস্ক : পুরো নাম দিলারা হানিফ রিতা হলেও চলচ্চিত্র পরিবার ও দর্শক মহলে তিনি পূর্ণিমা নামেই পরিচিত। পূর্ণিমার চাঁদের মতোই চলচ্চিত্রাঙ্গনে উজ্জ্বল আলো ছড়িয়েছেন তিনি। বর্তমানে অভিনয় থেকে দূরে থাকলেও চলচ্চিত্রের আকাশে আজীবন তারকা হয়েই জ্বলবেন পূর্ণিমা। সম্প্রতি চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হয়েছেন তিনি। পাশাপাাশ নতুন করে আবার টিভি উপস্থাপনায় ফিরেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। আজ এই তারকার অভিনয় জগতের ২৭ বছর পূর্ণ হচ্ছে। ১৯৯৮ সালের এই দিনে (১৫ মে) মুক্তি পেয়েছিল পূর্ণিমা অভিনীত প্রথম সিনেমা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’।

‘এ জীবন তোমার আমার’ মুক্তির পর থেকে সিনেমাতেই নিয়মিত অভিনয় করে করে পূর্ণিমা হয়ে ওঠেন দর্শকের প্রিয় নায়িকা। বাংলাদেশের চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়িকাতে পরিণত হন তিনি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ সিনেমাতে অভিনয়ের জন্য। পূর্ণিমা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’। এতে তার বিপরীতে ছিলেন ফেরদৌস।

 

এই অভিনেত্রী নিয়মিত সিনেমাতে অভিনয় করার পাশাপাশি টিভি নাটক ও বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেও দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন। উপস্থাপনাতেও পূর্ণিমা ভীষণ প্রশংসা কুঁড়িয়েছেন। মাছরাঙ্গা টিভিতে রান্না বিষয়ক অনুষ্ঠানের বিচারক হিসেবেও এই সময়ে কাজ করছেন তিনি। অভিনয় জীবনের শুরুতে পূর্ণিমা যতটা জনপ্রিয় ছিলেন সময়ের বিবর্তনে তিনি যেন আরও অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন। এর একমাত্র কারণে পরবর্তীতে আরও ভালো গল্পের সিনেমাতে প্রাণবন্ত অভিনয় করা এবং অভিনয়েই নিয়মিত থাকা।

পূর্ণিমা বলেন, ‘আমি সবসময়ই দর্শকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে তারা আমাকে সব সময় তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। সিনেমাতে অভিনয়ের জন্য, বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার জন্য এবং পরবর্তীতে উপস্থাপনার জন্যও দর্শকের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। দর্শকের ভালোবাসাই আমার অনেক অনুপ্রেরণা। অনেক সিনিয়র শিল্পীর সঙ্গে কাজ করেছি। তারা আমাকে তাদের স্নেহ ভালোবাসায় রেখেছেন সবসময়। মিস করি নায়ক রাজ রাজ্জাক আঙ্কেলসহ অনেককেই।’

- Advertisement -

সিনেমায় নিয়মিত হওয়ার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘সত্যি বলতে আমি আর নিজে থেকেই আগের মতো ব্যস্ত হতে চাই না। এখন আমার পরিবার বড় হচ্ছে। পরিবার, স্বামী-সন্তানকে বেশি সময় দিতে চাই। আর অভিনয়ের জন্য প্রায়ই প্রস্তাব পাচ্ছি। কিন্তু আমি ভালো ও মনের মতো কাজের অপেক্ষায় আছি।

আলোকিত প্রতিদিন/এপি  

- Advertisement -
- Advertisement -