কিয়ারার উত্তাপে ম্লান দীপিকা পাড়ুকোন!

0
52

বিনোদন, প্রকাশ হয়েছে বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘ওয়ার ২’-এর ট্রেলার। দুর্দান্ত অ্যাকশন আর মারকাটারি ঝলকে পর্দায় হাজির হতে যাচ্ছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। যশরাজ স্পাই ইউনিভার্সের এ গল্পে এবার হৃতিকের সঙ্গী হয়েছেন কিয়ারা আদভানি। আর ট্রেলারে প্রথম লুকেই তাক লাগিয়ে দিয়েছেন এ অভিনেত্রী।

‘ওয়ার ২’ সিনেমার ট্রেলারে নায়িকা কিয়ারা হলুদ বিকিনিতে বোল্ড লুকে নজর কেড়েছেন দর্শকদের। আবেদনময়ী ফ্যাশন এবং ফিগারের জন্য সর্বদাই বলিউডে প্রশংসিত কিয়ারা। এর আগেও সুইমিংপুলে জলকেলির ছবি পোস্ট করে নেটিজেনদের হৃদয়ে আগুন জ্বালিয়েছিলেন তিনি।

যদিও পর্দায় সেভাবে উষ্ণতা ছড়াতে দেখা যায় না তাকে। দেশি গার্ল হিসেবেই হাজির হন তিনি। তবে এবার উষ্ণতার পারদ ছড়িয়ে দিলেন সবার মাঝে। ট্রেলারে কিয়ারার বিকিনি ঝলকে এখন বুদ হয়ে আছে সিনেমাপ্রেমীরা।
সামাজিক মাধ্যমে কিয়ারার বিকিনি দৃশ্য ব্যাপক ভাইরাল হয়েছে। কেউ কেউ দীপিকার সঙ্গে তুলনা করছেন অভিনেত্রীর। কারো মতে, দীপিকার চেয়ে কিয়ারাই বেশি আগুন ছড়িয়েছেন বিকিনিতে। কেউ বলছেন, আগামীতে দীপিকার জায়গাটা কিয়ারাই নেবেন। কারো মন্তব্য, ক্যাটরিনা বা দীপিকার নন, যশরাজ ফ্র্যাঞ্জাইজির সবচেয়ে আবেদনময়ী নায়িকা কিয়ারা আদভানিই।

‘ওয়ার ২’ মুক্তি পাবে ১৪ আগস্ট। সূত্রের খবর অনুসারে, সিনেমাটিতে একটি হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট সিকুয়েন্সের মাধ্যমেই পর্দায় হাজির হবেন কিয়ারা। দুর্দান্ত সব অ্যাকশন সিকুয়েন্সেও দেখা মিলবে তার। সঙ্গে দেখা যাবে হৃতিকের সাথে রোমান্স করতেও।

বর্তমানে অন্তঃসত্ত্বা অবস্থায় রয়েছেন কিয়ারা আদভানি। ‘ওয়ার ২’ করার পরেই অন্তঃসত্ত্বা হওয়ার সুংসবাদ দিয়ে কাজ থেকে বিরতি নিয়েছেন এ অভিনেত্রী। তাকে মেট গালাতে দেখা গিয়েছে বেবি বাম্প নিয়ে। পাশে ছিলেন তাদর স্বামী ও সিদ্ধার্থ মালহোত্রা। দাম্পত্য জীবন, ক্যারিয়ার ও অনাগত সন্তানের প্রত্যাশা- সব মিলিয়ে নিজের সোনালি সময় পার করছেন কিয়ারা।

আলোকিত প্রতিদিন/এপি  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here