বিনোদন, প্রকাশ হয়েছে বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘ওয়ার ২’-এর ট্রেলার। দুর্দান্ত অ্যাকশন আর মারকাটারি ঝলকে পর্দায় হাজির হতে যাচ্ছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। যশরাজ স্পাই ইউনিভার্সের এ গল্পে এবার হৃতিকের সঙ্গী হয়েছেন কিয়ারা আদভানি। আর ট্রেলারে প্রথম লুকেই তাক লাগিয়ে দিয়েছেন এ অভিনেত্রী।
‘ওয়ার ২’ মুক্তি পাবে ১৪ আগস্ট। সূত্রের খবর অনুসারে, সিনেমাটিতে একটি হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট সিকুয়েন্সের মাধ্যমেই পর্দায় হাজির হবেন কিয়ারা। দুর্দান্ত সব অ্যাকশন সিকুয়েন্সেও দেখা মিলবে তার। সঙ্গে দেখা যাবে হৃতিকের সাথে রোমান্স করতেও।
বর্তমানে অন্তঃসত্ত্বা অবস্থায় রয়েছেন কিয়ারা আদভানি। ‘ওয়ার ২’ করার পরেই অন্তঃসত্ত্বা হওয়ার সুংসবাদ দিয়ে কাজ থেকে বিরতি নিয়েছেন এ অভিনেত্রী। তাকে মেট গালাতে দেখা গিয়েছে বেবি বাম্প নিয়ে। পাশে ছিলেন তাদর স্বামী ও সিদ্ধার্থ মালহোত্রা। দাম্পত্য জীবন, ক্যারিয়ার ও অনাগত সন্তানের প্রত্যাশা- সব মিলিয়ে নিজের সোনালি সময় পার করছেন কিয়ারা।
আলোকিত প্রতিদিন/এপি