শিল্পীদের রাজনীতি করতে হলে অভিনয় বাদ দিয়ে করা উচিত : বাপ্পারাজ!

0
72

বিনোদন, চিত্রনায়ক বাপ্পারাজ ছিলেন ব্যতিক্রম। কখনো কোনো রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় যাননি তিনি, ছিলেন না যুক্ত। ভবিষ্যতেও রাজনীতিতে জড়াতে চান না এই নায়ক। তিনি মনে করেন, শিল্পীদের রাজনীতি করা উচিত নয় বলে আমি মনে করি।

 

বাপ্পারাজ বলেন, ‘শিল্পীদের রাজনীতি করা উচিত না। যদি করতেই হয়, তাহলে অভিনয় ক্যারিয়ার থেকে অবসর নিয়ে করা যেতে পারে।

নিজের প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘আমি কখনো রাজনীতি করিনি, এখনো করি না, ভবিষ্যতেও করব না। আমি অনেক অনুষ্ঠানে গিয়েছি। দাওয়াত দিলে আওয়ামী লীগের পার্টিতে গিয়েছি, বিএনপির পার্টিতেও গিয়েছি, ছবি তুলেছি। কিন্তু আমাদের পেছনে তো পুলিশ দৌড়ায় না। আমাদের তো কেউ বলে না, তুমি এটা করছ কেন বা ওটা করলা কেন? কারণ, আমি কখনো সুযোগ নিতে চাইনি। পেশাগত কাজটাই করে গেছি আমি।

অন্যদিকে, নুসরাত ফারিয়া প্রসঙ্গে জানতে চাইলে বাপ্পারাজ বলেন, পুরো বিষয়টা কেমন যেন হয়ে গেছে। তাকে আটক করা হলো, তাকে বেইল দেওয়া হচ্ছিল তারপর ঠিকই জামিন দেওয়া হলো। এটা তো একটা মানুষকে হেনস্তা করা হলো। পুরো বিষয়টা নিয়ে নানা প্রশ্ন আসে আর এই কেন তো ঠিক না।

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কারণে শিল্পীরা হেনস্তা হলেও চলচ্চিত্র শিল্পী সমিতি নীরব ভূমিকা পালন করছে। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছে সংগঠনটি।

সমিতির কার্যক্রম নিয়ে বাপ্পারাজ বলেন, ‘কিছু লোক যুক্ত হওয়ার পর শিল্পীদের সংগঠনটি একটা দলের চাটুকার হয়ে গিয়েছিল। শিল্পীদের নয়, মনে হচ্ছিল কোনো দলের মুখপাত্র হিসেবেই কাজ করছে। বাইরের লোকজনকে এনে মালা পরানো হতো। আমাদের নিয়ে গিয়ে বলা হতো, তাদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন। অন্যের স্বার্থ হাসিলের জন্য তার পাশে গিয়ে ছবি তোলা তো শিল্পীদের কাজ না। অবস্থা এমন দাঁড়াল, স্বার্থের জন্য আমি যাব, ফায়দা হাসিল করব—এ কারণেই এসব তোষামোদি করে গেছে তারা। এমন তো হওয়ার কথা ছিল না।

আলোকিত প্রতিদিন/এপি  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here